নির্বাচনের পর একের পর এক বেরিয়ে আসছে ভুঁয়ো আইএএস আইপিএস দের নাম।কাসবাতে দেবাঞ্জন দেবের ভুঁয়ো আইএএস ঘটনার পর পুলিশকে নীল বাতি গাড়ির চেকিং এর সাথে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেয় রাজ্য সরকার।এর পরেই এবার ভুঁয়ো অফিসারের ঘটনার সঙ্গে জঙ্গলমহল মেদিনীপুরে পাওয়া গেল ভুয়ো আইপিএস অফিসারের পরিচয়। ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের বাসিন্দা সৌম্য মুখার্জি নামে এই যুবক নিজেকে আইপিএস পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে চাকরি দেওয়ার নামে টাকা তোলেন। তাছাড়া লোন পাইয়ে দেওয়ার নামে এবং বড় অফিসারের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে নানা রকম সরকারি কাজকর্ম করার অভিযোগ উঠেছিল কয়েকদিন ধরে।
{link}
এরপরই অভিযানে নামে মেদিনীপুরের পুলিশ প্রশাসন। গতকাল রাতেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে এ দিন সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য তুলে ধরেন পুলিশ সুপার দিনেশ কুমার। মূলত প্রায় এক বছর ধরে নিজেকে আইপিএস পরিচয় দিয়ে এই ব্যাক্তি বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলছিল।এছাড়াও বড় এমাউন্টে সরকারি আধিকারিক সঙ্গে যেকোনো সমস্যার সমাধান করা এই যোগ সূত্র হিসেবে কাজ করার অভিযোগ ছিল। এর ফলে কয়েক দিন ধরেই এই অভিযোগের সরগরম জেলা প্রশাসন।অবশেষে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়। এইদিন অভিযুক্তের কাছ থেকে আইপিএস লেখা একটি ব্যাচ একটি বন্দুক রাখার কেস উদ্ধার হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করবে পুলিশ।
{ads}