header banner

আইএসইআর ছাত্র শুভদীপ রায়ের আত্মহত্যাকে ঘিরে বাড়ছে রহস্য, ক্যম্পাসে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ গত রবিবার রাতে নদীয়ার হরিণঘাটার আইএসইআর এর এক ছাত্র শুভদীপ রায়ের আত্মহত্যাকে ঘিরে সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই‌। তাই গতকাল রাতে ছশোরও বেশী আইএসইআর এর ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়। 

{link}

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের তরুণ গবেষক ছিলেন শুভদীপ রায়।  গত রবিবার পদার্থবিদ্যার ওই গবেষক ছাত্র ল্যাবের মধ্যে আত্মহত্যা করেন। এরপর সোমবার সকালে ল্যাব থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রছাত্রীদের দাবি, মৃত্যুর পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পরিবারের কাছে এখনও দেওয়া হয়নি। হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়িতে শুভদীপ এর মা লিখিত অভিযোগ জানালেও এফ আই আর কপি হাতে পাননি এখনো তার পরিবার। এমনকি জাগুলি হাসপাতালে রাখা তার মৃতদেহ এখনও পর্যন্ত তার মাকে দেখতে দেওয়া হয়নি। এ ধরনের নানা গোপনীয়তার কারণে আরো বেশী করে সন্দেহের দানা বাঁধছে ছাত্রছাত্রীদের মধ্যে।

{link}

তাদের দাবি, ওই সুইসাইড নোটে যাদের নাম রয়েছে প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের এখনও গ্রেফতার করেনি। দুর্ভাগ্যজনকভাবে এক ছাত্রের মৃত্যুতে গোটা কলেজ শোকোস্তব্ধ হয়ে গেলেও ডিরেক্টরের কোনো  সমবেদনা জানান তো দূরে থাক এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বলেই ছাত্রছাত্রী দের অভিযোগ।

{ads}

news Nadia Suicide ISER protest student West Bengal সংবাদ

Last Updated :