header banner

নিউ দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান, পুজোর আগে নবরূপে সৈকত নগরী?

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সৈকত নগরীর নিউ দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করলো দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার পর শুক্রবার সৈকত নগরী দিঘার রাস্তা পাশে অবৈধ ভাবে বসে থাকা ঝুঁপড়ি ও অস্থায়ী উচ্ছেদ অভিযানে নামে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারীকরা। কোন অপ্রতিকর ঘটনার এড়াতে মজুত ছিল দিঘা থানার বিশাল পুলিশ বাহিনী। 

{link}
গত দু'বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে দূর্গাপূজা বাঙালি মেতে উঠবে। ঠাকুর দেখা, ঘুরে বেড়ানো প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। এদিকে কোভিড ও প্রাকৃতিক দুর্যোগের কারনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রে দিঘায় সেভাবে ভিড় হয়নি। পুজোতে এবার সৈকত নগরী দিঘা,  মান্দারমনি সহ উপকুলবর্তী এলাকায় ভীড় জমবে বলেই ধারনা করছেন সকলে। সেই কারনেই এখন থেকেই হোটেল অনলাইনে বুকিং শুরু হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই সৈকত নগরীকে সুন্দর ও স্বচ্ছ রূপ প্রদানে উদ্যোগী প্রশাসন। নিউ দিঘায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দপ্তর থেকে শুক্রবার সৈকত সরণী পর্যন্ত রাস্তার দুধারে অবৈধ ভাবে যেসব হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের উচ্ছেদ অভিযানে যান পর্ষদের আধিকারিকরা। রাস্তা দখল করে ব্যবসা করায়  দিঘার আগত পর্ষটকেরা যাতায়াতের ভীষন সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে।

{link}
পুজোর সময় ভিন রাজ্য শুধু নয়, ভিন দেশের বহু পর্যটক সৈকত নগরী দিঘায় বেড়াতে আসেন। রাস্তার দুধারে যত্রতত্র অবৈধভাবে জায়গা দখল করে যেসমস্ত হকাররা বসেছে তাদের সরে যাওয়ার জন্য বলা হলেও তারা কোন গুরত্ব দেয়নি। সেই কারনেই এহেন কড়া পদক্ষেপ নিল প্রশাসন। এই প্রসঙ্গে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল বলেন " দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগে থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছিল। তারা কোন নির্দেশ মান্যতা দেয়নি। তাই উচ্ছেদ অভিযান শুরু করা হল‌। অবৈধ জবাব দখল কোনভাবে মেনে নেওয়া যাবে না "। দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন " পর্ষদের নির্দেশ ক্রমে পুলিশ মজুত ছিল। কোন অপ্রতিকর ঘটনার ঘটেনি "। এখন দেখার বিষয় দীঘায় কতোটা স্বচ্ছতা ফিরে আসে এবং তা পর্যটকদের কাছে কতোটা আকর্ষনীয় হয়ে ওঠে। 
{ads}

news Digha New Digha Tourism West Bengal সংবাদ

Last Updated :