header banner

হাওড়ায় বেসরকারি স্কুলে ছাত্রদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে মারামারি, আতঙ্কে স্থানীয় ও অভিভাবক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় জয় নারায়ন সাঁতরা লেনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মারামারি। এলাকার মানুষজন ঘটনা ও পরিস্থিতি দেখে প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে পড়ুয়ারা। অভিযোগ সেই পড়ুয়ারাই পরে বহিরারাগতদের ডেকে নিয়ে এসে হামলা চালায় এলাকায়। মারধর করা হয় কয়েকজন স্থানীয় এলাকাবাসী কে। এরপর প্রতিক্রিয়ায় স্থানীয় মানুষজন পাল্টা বেধড়ক মারধর করে কয়েকজন পড়ুয়াকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরীক্ষা চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার জয়নারায়ন সাঁতরা লেনে বেসরকারি স্কুল কে কেন্দ্র করে।

{link}
এলাকার মানুষের অভিযোগ ওই স্কুলের পড়ুয়ারা প্রকাশ্যে নেশা করে। বারবার বারন করেও লাভ হয়নি। উল্টে বারন করতে গেলে পাল্টা গালিগলাজ করা হয়। এর আগেও বেশ কয়েকবার পড়ুয়াদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজকের ঘটনার পর পুলিশ এক বহিরাগতকে আটক করেছে। শিক্ষাক্ষেত্রে এইভাবে মারধরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও। এইরকম পরিস্থিতি থাকলে কিভাবেই বা তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন? চিন্তায় সকলেই। একইভাবে পাড়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তায় স্থানীয়েরাও। 
{ads}

news Howrah West Bengal private school student সংবাদ

Last Updated :