নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতে ভাসছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা। এইবার ভারি বৃষ্টির ফলে ধ্বস নামে রেললাইনে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায়ে যেখানে প্রায় ৩০ মিটার এলাকা জুরে ধস নামে। ব্যাহত হয়ে যায় রেল পরিষেবা ।ইতিমধ্যেই হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ও নবদ্বীপ ধাম, ইন্টারসিটি আপাতত বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রেল।ঘটনার খবর দেওয়া হয় রেল দপ্তরে। তড়িঘড়ি রেল পুলিশ ও রেল আধিকারিক ঘটনা স্থলে এসে ধস এলাকার কাজ শুরু করা হয়েছে।গত বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারনে একই ঘটনা ঘটেছিল দক্ষিনপুর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায়।
{links}
{ads}