header banner

রিলে ইন্টারলকিং সিস্টেমের সমাপ্তি, অত্যাধুনিকতার নয়া নজির গড়তে চলেছে ব্যান্ডেল

article banner

নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ শুক্রবার দুপুর ৩ টেয় সলিল সমাধি হল ব্রিটিশ "রিলে ইন্টারলকিং সিস্টেম"-এর। অত্যাধুনিকতার নয়া নজির গড়তে চলেছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন। আগামী ৩০তারিখ দুপুর ৩টে থেকে ব্যান্ডেলে চালু হবে জার্মান প্রযুক্তিতে তৈরী বিশ্বের সর্ববৃহৎ "ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম"। রেল সূত্রে খবর নতুন সিস্টেমের ফলে ট্রেনের গতি বাড়ার পাশাপাশি রেল দূর্ঘটনা হ্রাস, সময়ানুবর্তিতা, ট্র্যাকে অতিরিক্ত ট্রেন চলার মত বাড়তি সুবিধে মিলবে। 

{link}
এতদিন খড়গপুর রেল স্টেশনই ছিল দেশের মধ্যে সবথেকে বড় ইআইএস ব্যাবস্থা। মোট ৮০০রুট এই সিস্টেমের সাথে যুক্ত ছিল। আর ব্যান্ডেলের ইআইএস ব্যাবস্থায় মোট ১হাজার ২টি রুট যুক্ত থাকবে। যা দেশ তো বটেই বিশ্বের আর কোনও দেশে নেই। নতুন সিস্টেমের জন্য ৩য় লাইনের কাজ শুরু হয় বেশকিছুদিন আগে। যার জেরে গত ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত প্রতিদিন চার ঘন্টা করে হাওড়া-বর্ধমান মেন লাইনের মধ্যে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এদিন দুপুর ৩ টে থেকে আগামী সোমবার দুপুর ৩টে পর্যন্ত টানা ৭২ঘন্টা এই প্লাটফর্মের সবরকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যান্ডেলই নয় হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলী, ব্যান্ডেল, সপ্তগ্রাম, মগরা, তালান্ডু এই ৫টি স্টেশনে এবং হাওড়া-কাটোয়া লাইনে হুগলী, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ইসলামপাড়া হল্ট এই চারটি প্লাটফর্মে কোন ট্রেন যাতায়াত করবে না ৩০তারিখ দুপুর ৩টে পর্যন্ত। আগামী ৩১তারিখ থেকে ব্যান্ডেল প্লাটফর্মের নাম্বারও বদলে যেতে চলেছে।

{link} 
নতুন ব্যাবস্থায় ব্যান্ডেলের বর্তমান 1b ও 1a যথাক্রমে ১ ও ২ এবং ১থেকে ৫পর্যন্ত নাম্বারের প্লাটফর্মগুলির নম্বর বদলে পর্যায়ক্রমে ৩থেকে ৭নম্বর হবে। টানা তিনদিন ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে শুরু করেছেন রেল যাত্রীরা। অন্যদিকে শুক্রবার থেকে চুঁচুড়া-নৈহাটি লঞ্চঘাটে অতিরিক্ত ভিড় শুরু হয়েছে। যাদের কোলকাতা যাওয়ার প্রয়োজন তাঁরা চুঁচুড়া থেকে লঞ্চে করে নৈহাটি পৌঁছে শিয়ালদহ হয়ে ঘুরপথে কোলকাতায় যাচ্ছেন। ট্রেন বন্ধ তাই অতিরিক্ত যাত্রীর কথা মাথায় রেখে চুঁচুড়া ও নৈহাটির মধ্যে এই তিনদিন তিনটির জায়গায় চারটি লঞ্চ যাতায়াত করবে বলে ফেরি পরিষেবা সূত্রে খবর।
{ads}

news Indian Railways Bandle Railway Station Eastern Railways Hoogly West Bengal সংবাদ

Last Updated : 3 years ago