header banner

অসহায় ও সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়ে জঙ্গলমহলের গ্রামে অন্ন ও বস্ত্র বিতরণ প্রয়াসের

নিজস্ব সংবাদদাতা, জঙ্গলমহল: সারা দক্ষিণবঙ্গ যখন প্রবল শীতে জবুথবু ,তখন এক টুকরো বস্ত্র কিংবা এক মুঠো অন্নের জন্য প্রবল জীবন সংগ্রাম করছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল লাগোয়া তপোবনের বিরিবেরিয়া গ্রাম, জঙ্গলের কাঠ কিংবা পাতা বিক্রি করে যৎসামান্য আয় হয় বটে,তবে তা দিয়ে একবেলা এক মুঠো অন্নের বেশি আর কিছু হয় না।এক টুকরো নতুন শীতবস্ত্র তাদের কাছে স্বপ্ন।তাই সেই অসহায় মানুষ গুলির পাশে দাঁড়াতে এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস।

{link}

জঙ্গলমহল লাগোয়া তপোবনের বিরিবেরিয়া গ্রাম, যেখানে বাস করেন কিছু আদিবাসী পরিবার।এইসব মানুষদের কাছে অন্ন ও বস্ত্র দু এরই ভয়ঙ্কর অভাব । যা চোখে না দেখলে বিশ্বাস করা ভীষণ কঠিন। সেই অভাবী মানুষদের মুখে কিছুটা হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংস্থাটির সদস্যরা সেখানে উপস্থিত হয় ৭০ টি কম্বল,৩৫ টি শাড়ি, ৪০টি লুঙ্গি , ৪০ টি শিশুর জন্য জ্যাকেট ও কিছু শুকনো খাবার নিয়ে। এর বিনিময়ে সংস্থাটির ঝুলিতে আসে কিছু অকৃত্রিম আশীর্বাদ ও অসহায় মানুষদের মুখে ফুটে থাকা এক মুঠো হাসি।

{link} 

জঙ্গলমহলের মানুষদের অভাবের সমস্যা বহু পুরানো, এই অভাব মেটানোর জন্য রাজ্য ও কেন্দ্র সরকার যথাসাধ্য চেষ্টা করে চলেছে।তবে কিছুদিনের জন্য খাদ্য ও বস্ত্রের অভাব মিটিয়ে এই সমস্ত অসহায় মানুষগুলির মুখে হাসি ফোটাতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, খুশি জঙ্গলমহল।

{ads}

news Jangalmahal clothes food distribution poor helpless people Prayas West Bengal India রাজ্য সংবাদ

Last Updated :