header banner

কেটেছে করোনার ভ্রূকুটি, মহাসমারহে মায়াপুর ইসকনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব

article banner

নিজস্ব সংবাদদাতাঃ  “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে”- আজ জন্মাষ্টমী মহোৎসব। দেশজুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। নদীয়ায় মায়াপুর ইসকন মন্দির শ্রীকৃষ্ণের যে কটি পীঠস্থান রয়েছে তার মধ্যে অন্যতম। আজকের এই উৎসবের দিনে ভক্ত ও পূর্নার্থীদের ঢেউ উপচে পড়েছে নদীয়ার মায়াপুরে। মহাসমারহে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান।
{link}
প্রসঙ্গত উল্লেখ্য, গত দু'বছর করোনা আবহে জন্মাষ্টমী অনুষ্ঠানের জৌলুসতা অল্প কিছুটা হারালেও চলতি বছরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গন। তিন দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্যে দিয়ে। এরপর শুক্রবার মধ্যরাত্রে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান বলে এই দিন জানান ইসকন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে বলেও জানান তিনি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তার বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ। কার্যত সর্বত্র জুড়ে উৎসবের আবহ চোখে পড়ার মতো। 
{ads}

news Janmastami Mayapur Iskcon Temple lord Sree Krishna Nadia West Bengal

Last Updated :