header banner

কাকদ্বীপে কালবৈশাখী দাপটে উল্টে গেল লঞ্চ, পুলিশি তৎপরতায় উদ্ধার তিন

article banner

সুদেষ্ণা মন্ডল, কাকদ্বীপ:-  হাঁসফাঁস করা অস্বস্তিকর গরমের হাত থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গের মানুষ। সপ্তাহের শেষ দিনে শনিবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় স্বস্তির বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনায়ও সন্ধ্যা থেকে শুরু হয় কালবৈশাখীর তান্ডব । সন্ধ্যায় হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ো হাওয়ার দাপট । কালবৈশাখী ঝড়ে দাপটের জেরে  লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলীয় এলাকা গুলি। ঝড়ের দাপটে জেরে মুড়িগঙ্গা নদীতে উল্টে যায়"এমভি সুচিত্রা"নামে একটি লঞ্চ। পুলিশি তৎপরতায় উদ্ধার হয় লঞ্চের চালক সহ তিনজন কর্মীদের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কাকদ্বীপের লট নম্বর আটের জেটিতে  নোঙ্গর করে ছিল "এমভি সুচিত্রা" নামে একটি লঞ্চ।  কালবৈশাখী ঝড়ো হাওয়ার দাপটের জেরে জেটিতে ধাক্কা লেগে উল্টে ডুবে যায় লঞ্চটি। সাহায্যের জন্য লঞ্চের চালক ও সহকর্মীরা চিৎকার শুরু করে দেয়। স্থানীয় মানুষজন লঞ্চে থাকা কর্মীদের আর্ত চিৎকার শুনে ছুটে আসে ঘটনাস্থলে। এরপর খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে সময় বিলম্ব না করে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ । কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে চালকসহ তিন জনকে  নিরাপদে উদ্ধার করে  পুলিশ । চিকিৎসার জন্য লঞ্চের কর্মীদের নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমার  হাসপাতালে । সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারাতে খুশি লঞ্চ সার্ভিসের কর্মীরা।

{ads}

news Kakdwip Launch Kalbaishakhi Stornm South 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :