header banner

কাকদ্বীপে স্বনির্ভর গোষ্ঠীর নামে অফিস করে কোটি কোটি টাকা প্রতারনা, গ্রেপ্তার যুবক

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- কাকদ্বীপ থানার কাশিনগরের এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর নামে অফিস করে কোটি কোটি টাকা প্রতারনা। গ্রেপ্তার অরিন্দম পন্ডা নামে এক যুবক । ১৪ থেকে ১৫ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল এলাকার বহু প্রভাবশালী ব্যক্তি বলে খবর। 

{link}
 এই অভিযোগ পাওয়ার পর দমদম এয়ারপোর্ট থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে  সুন্দরবন পুলিশ। জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি নির্দেশে কাকদ্বীপ এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি নেতৃত্বে স্পেশাল পুলিশ ফোর্স তদন্ত শুরু করে ঘটনাটির। ধৃতকে সোমবার  কাকদ্বীপ ফৌজদারি আদালতে তোলা হবে। সাগর, কাকদ্বীপ, নামখানা সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তোলে ওই যুবক। 

{link}
কাকদ্বীপ এলাকায় ওই যুবক ৮০ হাজার টাকার বিনিময়ে দু'লাখ টাকার বিল্ডিং মেটারিয়ালস দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রথমে মাদকের নেশা এবং জুয়া খেলার মত কয়েকজন ব্যক্তি কে কিছু  টাকার বিনিময়ে মাল দেন। সেই আশায় বহু মানুষ জমিজমা বন্ধক দিয়ে মহিলাদের গায়ের গহনা বন্ধক দিয়ে টাকা তুলে দিয়েছিল অরিন্দম পান্ডার হাতে। দীর্ঘদিন ধরে অরিন্দম বিরুদ্ধে অভিযোগ থাকার পর পুলিশ সুপারের নির্দেশে যখন তার সন্ধানে বিভিন্ন জায়গায় হেন্য খুঁজছিলেন। পুলিশের ভয়ে তখন সে রাজ্যের বাইরে গা-ঢাকা দিয়ে ছিল। পুলিশ সূত্রে খবর ছিল গতকাল দমদম বিমানবন্দরে নামতে পারেন অরিন্দম পান্ডা। সেই মত অবস্থায় সাদা পোশাকের পুলিশ বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিল। নামা মাত্রই তাকে গ্রেপ্তার করে আনা হয়। কাকদ্বীপে তাকে জিজ্ঞাসা করে এই প্রতারণা চক্রের সঙ্গে কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। তবে সম্পূর্ন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 
{ads}

Kakdwip Fraud self reliance boy arrested South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :