header banner

ভেসেল কর্মীদের তৎপরতায় নাবালকের প্রাণে বাঁচলো কাকদ্বীপে

article banner

সুদেষ্ণা মন্ডল , কাকদ্বীপ:-  ভেসেল কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলো নাবালক। ভেসেল করে মুড়িগঙ্গা নদী পারাপারের সময় অসতর্কভাবে ভেসেল থেকে মুড়িগঙ্গা নদীতে পড়ে যায় বছর ১৫ নাবালক। ভেসলে থাকা সহযাত্রীরা চেঁচামেচি তড়িঘড়ি ভেসেল কর্মীরা লাইভ টিউবের মাধ্যমে ওই নাবালক যুবককে উদ্ধার করে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার লট নম্বর  ৮ ভেসল ঘাটের কাছে।

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার লট নম্বর ৮ ঘাট থেকে কচুবেড়িয়া যাচ্ছিল গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা বছর ১৫ প্রতিম জিন্দাল। এমভি মহেশ কন্যা নামে একটি ভেসেল করে মুড়িগঙ্গা নদী পার হচ্ছিল সেই সময় অসতর্কভাবে নদীতে পড়ে যায় ওই নাবালক। বাঁচার জন্য চিৎকার শুরু করে দেয় ওই নাবালক। এরপর ভেসেলে থাকা সহযাত্রীরা চেঁচামেচি শুরু করে দেয়। যাত্রীদের চেঁচামেচিতে ভেসেল থাকা কর্মীরা লাইভ টিউব বের করে নাবালকের উদ্ধারের উদ্দেশ্যে ছুড়ে দেয় উত্তাল নদীতে। এরপর বেশ কয়েক মিনিটের প্রচেষ্টায় লাইভ টিউব ধরতে সক্ষম হয় ওই নাবালক। নাবালককে উদ্ধার এরপর খবর খবর পাঠানো হয় সাগর থানাতে। ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ। নাবালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নাবালকের অবস্থা এখন স্থিতিশীল। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বেঁচে ভেসেল কর্মীদের কুর্নিশ জানিয়েছে জিন্দাল পরিবার।

{ads}

news Kakdwip accident life saved West Bengal সংবাদ

Last Updated :