header banner

কাঁথি রেলস্টেশন সংলগ্ন এলাকায় হাত ও পা বাঁধা অবস্থায় অচৈতন্য এক ব্যক্তির দেহ উদ্ধার

article banner

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর: রেলস্টেশন সংলগ্ন এলাকায় হাত ও পা বাঁধা অবস্থায় অচৈতন্য এক ব্যক্তি উদ্ধার। ঘটনাটি ঘটেছে কাঁথি দিঘার সংলগ্ন সুজালপুর রেলস্টেশনে। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার জানাজানি হতেই এলাকার কয়েক'শ বাসিন্দারা ঘটনাস্থলে ভীড় জমায়।

{link}

বিশেষ সূত্র মারফত জানা গেছে, খুনের পরিকল্পনা করেই ওই ব্যক্তিকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে পালায় দুস্কৃতিরা। সম্ভবত ভোরের আলো ফুটে যাওয়ার কারণেই আততায়ীরা পালিয়ে যায়।এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন  "সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রেললাইনের পাশে দেহ পড়ে থাকতে দেখতে পাই। খুনের পরিকল্পনা করেই হয়তো হাত-পা বেঁধে মারধর করেছে দুষ্কৃতিরা।" হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে যায় কাঁথি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিচয় উদ্ধার করার জন্য তদন্ত শুরু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

{link}

কাঁথি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন " কে বা কারা হাত-পা বেঁধে ফেলে দিয়ে গেছে তা এখনও জানা যায়নি। ওই ব্যক্তির সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেছি। পুলিশের কাছে দোষীকে চিহ্নিত করে শাস্তির জন্য দাবি জানিয়েছি ।" দুষ্কৃতিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তবে প্রশ্ন হল কেন ওই ব্যাক্তিকে রাতের অন্ধকারে মারধর করে পালিয়ে গেল দুষ্কৃতিরা? কারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত? ঘটনাটির ফলে স্থানীয় এলাকার মানুষদের মধ্যে বিপুল আতঙ্কের সৃষ্টি হয়েছে।কে বা কারা এবং কেন এই কাজ করল সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

news Kontai East Medinipur Rail station body rescued West Bengal police India কাঁথি পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article