header banner

সুর সম্রাজ্ঞীর প্রয়ানে মর্মাহত, মায়ের আসনে বসানো শিল্পীর প্রতি শ্রদ্ধায় অশৌচ পালন ভক্তের

article banner

নিজস্ব সংবাদদাতা ,হাওড়া - জন্মদাত্রী মায়ের মৃত্যুর পরে যার গাওয়া গান শুনে কেটেছে জীবন সেই মেলোডি কুইন লতা মঙ্গেশকারকেই মায়ের আসনে বসিয়েছিলেন জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা অমর বিলুই(৫৫)।তাই লতাজি মারা যাওয়ার পরে হিন্দু শাস্ত্রমতে তাঁর পরলৌকিক কাজ শুরু করেছেন অমর বাবু।

{link}

হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে একটি ছোটো টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুইয়ের ছোটবেলা থেকেই গান শোনার সখ। বড় হয়ে দর্জির দোকান করার পরে সারাদিন তার দোকানের রেডিওতে বাজত গান।তবে তার সব চেয়ে ভালো লাগত লতা মঙ্গেশকারের গাওয়া গানগুলো।  দোকানে যেখানে বসে তিনি কাজ করতেন সেখানেই নিজের মাথার ওপরে লাগিয়েছিলেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের একটি ছবি। কয়েক বছর আগে মাতৃ বিয়োগ হওয়ার পরে ভক্তিতে শ্রদ্ধায় লতা মঙ্গেশকারকেই মায়ের সমান আসনে বসান অমরবাবু।তাই লতা মঙ্গেশকারের মৃত্যুর পর তা ৭দিনের অশৌচ পালন করেছেন অমর বাবু।  বৃহস্পতিবার ঘাটের কাজ করে শুক্রবার বিধিমতে করবেন শ্রাদ্ধানুষ্ঠান। এমনকি তারপরে করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠানও। সেই মৎসমূখ বা নিয়মভঙ্গের দিনে অতিথি আপ্যায়নের ব্যাবস্থাও করেছেন তিনি। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। প্রায় ২০০জন অতিথিকে ইতিমধ্যেই আমন্ত্রনও করেছেন। 

{link}

জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে অশৌচ পালন করেছিলেন, এবারে মানস মায়ের বেলাতেও ঠিক সেইভাবেই সাতদিন ধরে অশৌচ পালন করেছেন অমরবাবু। ভক্তি , শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য নিদর্শন তৈরী করলেন তিনি।

{ads}

news Lata Mangeskar Singer legend Fan Howrah Jagatballavpur West Bengal India সংবাদ হাওড়া লতা মঙ্গেশকর

Last Updated :