header banner

লটারিতে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা, আবার লটারিতে ১ কোটি টাকা জয়, দুই বিপরীতমুখী ঘটনা তমলুকে

article banner

নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ লটারি কেটে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা,অন্যদিকে আবার লটারি কেটে রাতারাতি কোটিপতি। দুটি বিপরীত ঘটনাই তমলুকের ডিমারিতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রুঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ডিমারির মহিষদা গ্রামের যুবক সুরজিৎ চন্দ্র দিনের পর দিন লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যায়। অবশেষে সে বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুরজিৎ। শোকের ছায়া তার পরিবারে।

{link}
অপর দিকে ডিমারির পাকুড় গ্রামের ফুটপাতে মাছ বিক্রি করে  মৎসজীবী শক্তি বর্মন। দিন আনা দিন খাওয়া ঐ মৎস্যজীবী লটারীতে এক কোটি টাকা পেয়েছেন। যে কারনে খুশির হাওয়া শক্তি বাবুর পরিবারে। শক্তি বাবু জানিয়েছেন, তিনি লটারীতে এক কোটি টাকা পেয়ে ভীষণ খুশি। সেই সঙ্গে লটারী কেটে নিঃস্ব হয়ে আত্মহত্যার ঘটনাকে দুঃখ জনক বলেই জানান তিনি। শক্তি বাবু বলেন লোভ আর নেশা ভালো না। লোভ আর মানুষকে বিপথে পরিচালিত করতে পারে আর শেষে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কোনো জিনিসের নেশা ভালো না। এক পরিবারে খুশির হাওয়া,অন্য পরিবারে বিষাদের ছায়া। মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। 
{ads}

Dear 1 crore lottery Winner Suicide Tamluk West Bengal সংবাদ

Last Updated : 3 years ago