header banner

নাবালিকাকে মা কালী সাজিয়ে প্রতিবাদ, বিপাকে বাঁকুড়া বিজেপি

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কালী সিনেমার পোস্টার নিয়ে ইতিমধ্যেই দেশে বিপুল বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই মহুয়া মৈত্রের করা মন্তব্য নিয়ে রাজ্যের বুকেও শুরু হয়েছে বিতর্ক। রাজ্যে বিজেপির তরফ থেকে একাধিক বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে প্রতিবাদের উদ্দেশ্যে। এহেন এক প্রতিবাদ করতে গিয়েই এবার বিপাকে স্বয়ং বিজেপি। এক নাবালিকাকে 'মা কালী' সাজিয়ে সদর থানায় অভিযোগ জানাতে গিয়ে শিশু সুরক্ষা অধিকার কমিশনের নোটিশ পেলেন বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাঁকে 'জবাব' দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

{link}
প্রসঙ্গত, গত ৮ জুলাই জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে বাঁকুড়া শহর সংলগ্ন মিনাপুর শ্মশানকালী মন্দিরে যজ্ঞ শেষে দলের কর্মী সমর্থকরা এক নাবালিকাকে খড়্গ হাতে 'মা কালী' সাজিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 'বিতর্কিত' কালী মন্তব্যের প্রতিবাদ জানাতে পথে নামেন। বাঁকুড়া সদর থানায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেন তারা। আর ঠিক সেই কারণেই বিজেপি সভাপতি সুনীলরুদ্র মণ্ডলকে এবার শিশু সুরক্ষা অধিকার কমিশন নোটিশ ধরালো বলেই মনে করা হচ্ছে।
শিশু সুরক্ষা অধিকার কমিশনের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তিনি বলেন,  চিঠি পেয়েছি। বিষয়টি দেখছি। পর্যালোচনা করা হচ্ছে। যে উত্তর শিশু সুরক্ষা অধিকার কমিশনের কাছে দেওয়া হবে তার কপি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতেও তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে কেন একজন শিশুকে এইভাবে সাজিয়ে প্রতিবাদ করা হল সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু গুনীজনেররাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। 
{ads}

news Ma Kali Kaali movie poster controversy Mahua Maitra Bankura West Bengal India সংবাদ

Last Updated :