header banner

নেতার মন্তব্যে দিগবিদিক জ্ঞানশূন্যহীনতা ও নির্বুদ্ধাতার পরিচয়, ক্রুদ্ধ মায়ের সন্তানকূল

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ১৮৭২ সাল। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, মা সারদা কে ষোড়শীরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যে মা সারদাকে স্বয়ং রামকৃষ্ণদেব দেবীজ্ঞানে পুজো করেছিলেন, সেই সারদা মায়েরই নাকি হয়েছে পুনর্জন্ম হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে। এহেন অবান্তর ও অযৌক্তিক দাবীই করেন উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাঝি। যে মন্তব্যের পরেই ওঠে বিতর্কের ঝড়। 

{link}

বিষয়টি অল্পক্ষনেই মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিষয়টি সম্পর্কে জানার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বেলুড় মঠ কতৃপক্ষকে পদক্ষেপ গ্রহন করতে আর্জি জানান। বৃহস্পতিবার সকালে বেলুড় মঠ কতৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে তাদের বক্তব্য প্রকাশিত হয়। শ্রীশ্রীমা সারদা দেবীকে নিয়ে সম্প্রতি তৃণমূল নেতা তথা দলের বিধায়ক ডাঃ নির্মল মাজি'র মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি পেশ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। যদিও ওই ভিডিও বার্তায় সুবীরানন্দজি মহারাজ ওই নেতার নাম উল্লেখ করেননি। শ্রীশ্রীমা সম্পর্কে এই  তথ্য ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, "আমরা আমাদের ক্ষোভ এবং মর্মবেদনা জানানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। সকলের মায়ের এই অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে। শুধু এটাই কামনা করব যেন কখনও কারও দ্বারা এই নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়।"

এ যেন ঠিক হীরক রাজার দেশের মগজ ধোলাইয়ের ন্যায় কর্মকান্ড, যুক্তি নেই কিছু ভাবার নেই, কল্পনায় গড়ে তোলা যা কিছু বিচার বিবেচনা না করেই হঠকারী মন্তব্য। ‘হিতোপদেশ… হিতাহিতের উপদেশ, হিতাহিতের বিচার করে কে?’ সত্যি যেন হিতাহিতের বিচার করার কেউ নেই। সবশেষে প্রশ্ন একটাই, নির্মল বাবু… মা সারদার পুনর্জন্মের এই তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন একটু জানাবেন কি? 
{ads}

news Ma Sarada Nirmal Maji Mamta Banerjee politics Belur Math Controversy West Bengal সংবাদ

Last Updated :