header banner

মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে ব্যর্থ, নদীয়ায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার নবলা জিপির অধীনে প্রফুল্ল নগর গ্রামের। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

{link}
পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী মেঘা সরকার সকালবেলায় ইন্টারনেটে রেজাল্ট দেখার পরে বাড়ি থেকে স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায়, এরপর আর বাড়িতে আসেনি। পরিবারের লোকজন খবর পায় বাড়ির কাছেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় স্কুল ছাত্রী মেঘা সরকার। এর পরেই হতবাক হয়ে পড়ে গোটা পরিবার, শোকস্তব্ধ গোটা এলাকা। যদিও তড়িঘড়ি রেললাইন থেকে মৃত স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট জিআরপি পুলিশ। সূত্রে খবর গত দু'বছর আগে ওই স্কুলছাত্রীর বাবার রেলে কাটা পড়ে মৃত্যু হয়। তারপর থেকে খুবই কষ্টের সাথে ওই স্কুলছাত্রীর মা পড়াশোনার সমস্ত খরচ জোগাড় করতো। দু'বছর পরে আবারো মেয়ের রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। একদিকে যখন একাধিক পরিবারে পরিক্ষার্থীর ভালো ফল করা নিয়ে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ তখনই প্রিয়জন হারানো বেদনা নদীয়ার মেঘা সরকারের বাড়িতে। 
{ads}

news Madhyamik Examination 2022 results Fail student committed suicide Santipur Nadia West Bengal সংবাদ

Last Updated :