header banner

লুইজিনহোর পদাঙ্ক অনুসরণ গোয়ার দুই খেলোয়াড়ের

article banner

প্রথম টার্গেট ছিল ত্রিপুরা। মিশন ত্রিপুরা সফল। এরপর পরবর্তি টার্গেট গোয়া। আরব সাগরের তীরে ছোট্ট রাজ্য গোয়ায় ক্রমেই শক্তি বাড়াচ্ছে তৃণমূল।  ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো কলকাতায় এসে অভিশেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাতে তুলে নিয়েছেন জোড়াফুল আঁকা ঝান্ডা। তাঁর পদাঙ্ক অনুসরণ করেছেন আরও কয়েকজন কংগ্রেস নেতা। এবার সেই দলেই নাম লেখালেন গোয়ার দুই জাতীয় স্তরের প্রাক্তন খেলোয়াড়। এর মধ্যে একজন  প্রাক্তন ভারতীয় ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো  এবং অপর জন বক্সিং আসোসিয়াশনের সহ সভাপতি লেনি ডা গামা। শনিবারের বারবেলায় তাঁরা যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন সাংসদ তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

 {link}
ত্রিপুরার আগেই গোয়ায় ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল! মাস দুয়েক আগে ত্রিপুরা অভিযান শুরু হলেও, এখনও সেখানকার বড় কোনও নেতা তৃণমূলে যোগ দেননি। তবে গোয়ায় দিয়েছেন। আরব সাগরতটের ছোট্ট এই রাজ্যের দু বারের মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফ্যালেইরো হাতে তুলে নিলেন ঘাসফুল আঁকা ঝান্ডা। তাঁর সঙ্গে জোড়াফুল শিবিরে নাম লেখালেন সে রাজ্যের আরও কয়েকজন নেতা।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো সাফল্য পায় তৃণমূল। এর পরেই তামাম ভারতে সংগঠন বিস্তারের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গুয়াহাটি থেকে গোয়া সর্বত্র তিনি তৃণমূলের ঝান্ডা ওড়াতে মরিয়া। তাঁর এই পণই হয়েছে বাজিমাত। কংগ্রেস ভেঙে খান খান গোয়ায়।

{link}
দিন দুয়েক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন দু বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো। আজ, শনিবার যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো এবং বক্সিং অ্যাসোসিয়েশনের সহ সভাপতি লেনি ডা গামা। তাঁরা জানান, খেলাধূলার উন্নয়নে ভালো কাজ করছে তৃণমূল। সেই কাজে আগ্রহী হয়েই তৃণমূলে যোগ দিলেন তাঁরা। লেনি বলেন, অনেক রাজনৈতিক দলের সঙ্গেই খেলা নিয়ে আলোচনা হয়। তবে তাঁদের কারও কথায়ই তেমন আশ্বস্ত হইনি। তাই তৃণমূলই ভরসা।
লুইজিনহো ফালেইরো এ দিন আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, আমি চাই কংগ্রেস পরিবার একত্রিত হোক। আমার লক্ষ্য বিজেপিকে হারানো। বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান। গোয়ায় নতুন সূর্যোদয় হবে। কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। তৃণমূল  কংগ্রেস বিজেপির সামনে মাথানত করবে না।

{ads}

news politics Mamata Banerjee Abhshek Banerjee BJP TMC Congress Sonia Gandhi Goa Chief Minister Luizinho Faleiro West Bengal India

Last Updated :