header banner

ত্রিপুরার নন্দীগ্রাম থেকেই বিপ্লব দেবের রাজ্য জয়ের লক্ষ্যে নামবেন মুখ্যমন্ত্রী

article banner

শেষ বিধানসভা নির্বাচনে কার্যত সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্র ছিল নন্দীগ্রাম। লড়াই হয়েছিল বর্তমানে রাজ্যের সর্বাধিক পরিচিত দুই রাজনৈতিক মুখের মধ্যে। এহেন নন্দীগ্রামকে আঁকড়ে ধরেই ত্রিপুরায় তৃণমূলের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সেই কারণেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ত্রিপুরার নন্দীগ্রামে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। এ যেন এক অদ্ভুত কাকতালীয় ব্যাপার। এখানেও নন্দীগ্রাম, ওখানেও নন্দীগ্রাম। বিজেপি বিতাড়নে ত্রিপুরার নন্দীগ্রাম থেকেই আন্দোলন শুরু করতে চাইছেন তিনি। ঘাসফুল শিবির সূত্রে খবর, বঙ্গে যেভাবে নন্দীগ্রামকে হাতিয়ার করে বাম বধ হয়েছিল, ত্রিপুরায়ও নন্দীগ্রাম অস্ত্রেই পদ্ম শিবিরকে ঘায়েল করতে চাইছেন তৃণমূল নেত্রী। 

{link}
এ রাজ্যে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছিল তৃণমূল। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের জেরে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। তার জেরে ২০১১ এর বিধানসভা নির্বাচনে পতন হয় বাম সাম্রাজ্যের। ক্ষমতায় আসে তৃণমূল। ত্রিপুরায়ও রয়েছে আস্ত একটা নন্দীগ্রাম। তবে বাংলায় নন্দীগ্রাম যেমন একটি বিধানসভা কেন্দ্র, ত্রিপুরায় অবশ্য তা নয়। সেখানে একটি পঞ্চায়েতের নাম নন্দীগ্রাম। সাব্রুম জেলায় রয়েছে ত্রিপুরার নন্দীগ্রাম। তৃণমূল সূত্রে খবর, এ মাসের শেষের দিকে না হলেও, সেপ্টেম্বরের প্রথম দিকেই ত্রিপুরা যেতে পারেন মমতা। সেখানে তিনি থাকবেন বেশ কয়েকদিন। মমতা তাঁর মেইডেন স্পিচ দিতে পারেন ওই নন্দীগ্রামেই। এখান থেকেই জিতবে ত্রিপুরা স্লোগানকে ছড়িয়ে দেবেন গোটা ত্রিপুরায়। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, মমতা ত্রিপুরায় গিয়ে বেশ কয়েকদিন থাকতে পারেন। তিনি ত্রিপুরার প্রতিটি জেলা এবং মহকুমায় যেতে পারেন। বিভিন্ন জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে দলীয় কার্যালয় খোলার তদারকিও করতে পারেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম পঞ্চায়েত এক সময় তৃণমূলের দখলে ছিল। পরে বিজেপির দখলে চলে যায়। তবে চিনু দাস নামে এক মহিলা এখনও ‘গড়’ সামলাচ্ছেন তৃণমূলের। এখন দেখার, ত্রিপুরার নন্দীগ্রাম তৃণমূলের পক্ষে সোনা ফলাতে পারে কিন, যদিও বর্তমানে ত্রিপুরা জয় করাই একটা বড়ো লক্ষ্য তৃণমূলের। এটাই তাদের কেন্দ্রে নিজেদের পরিচয় লাভ করানোর ক্ষেত্রে একটা বড়ো পদক্ষেপ হতে চলেছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত তা হবে কি? দেখার বিষয় সেটাই। 
{ads}

news politics Tripura Mamata Banerjee Biplab Deb TMC BJP West Bengal India রাজনীতি ত্রিপুরা সংবাদ

Last Updated :