header banner

মাওবাদীদের ডাকা বনধের ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গলমহলে, বন্ধ দোকানপাট, বাস চলাচল

article banner

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ ২০১১-র পূর্ববর্তী স্মৃতি উসকে দিয়ে ফের মাওবাদীদের ডাকা বনধের ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। শুক্রবার সকাল থেকে জঙ্গলমহলের সারেঙ্গা, ঝিলিমিলি, রাইপুর, রানীবাঁধ এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। কোন বেসরকারী যানবাহনও রাস্তায় নামেনি। যার ফলে সমস্ত রাস্তা ছিল প্রায় শুনশান, যেন ফিরে এসেছে লকডাউনের ছবি। 

{link}

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীর্তি, ক্রিমিন্যালদের স্পেশ্যাল হোমগার্ড পদে চাকরী দেওয়ারর অভিযোগ তুলে তার প্রতিবাদে বাংলা বনধের ডাক দেয় সিপিআই মাওবাদি সংগঠন। এদিন সকাল থেকেই বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে জঙ্গলমহলগামী কোন বেসরকারী বাস বেরোয়নি। সিমলাপাল, রাইপুর, রানীবাঁধ, খাতড়াগামী প্রত্যেকটি বাসকে বাস স্ট্যাণ্ড এ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বাসকর্মীরা জানান, অন্যান্য রুটের সব বাস চলাচল করলেও জঙ্গল মহল রুটে কোন বাস এদিন রাস্তায় নামেনি। মাওবাদিদের ডাকা বনধে কোন ঝুঁকি তারা নিতে রাজি নন।

{link}

গতকালই বাঁকুড়া,ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়  বনধের সমর্থনে লাল কালিতে লেখা বিভিন্ন পোস্টার পড়েছিল। ১০ বছর আগেও এই এলাকাগুলিকে মাওবাদী প্রভাবিত এলাকা হিসাবে চিহ্নিত করা হত। তাই এই নিয়ে আবার নতুন করে আতঙ্ক তৈরী হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গাড়ি চলাচল বন্ধ থাকায় কার্যত মাওবাদীদের ডাকা বনধ সফলই বলা চলে।
{ads}

Bankura Jangalmahal CPI Maoists West Bengal Bandh West Bengal সংবাদ মাওবাদী বনধ

Last Updated :