header banner

থানা থেকে মাত্র ৫ কিমি দূরত্বে মাওবাদী পোস্টার ঝাড়গ্রামের লালগড়ে, চিন্তায় প্রশাসন

article banner

নিজস্ব সংবাদদাতা,লালগড়ঃ ফের লালগড়ে মাওবাদী পোষ্টার। পিএলজিএ এবং সিপিআই মাওবাদী র নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায় ওই এলাকায়। সূত্রের খবর, লালগড় থানা থেকে মাত্র ৪ থেকে ৫ কিমি দূরে রাস্তার উপর পাওয়া যায় পোষ্টার গুলি। থানার এত কাছে পোষ্টার পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত সবাই মুখ খুলতে নারাজ।

{link}

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, আদিবাসীদের মূলত জল, জঙ্গল ও জমির অধিকার এর দাবিতে যুব সমাজ কে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে এই পোস্টারগুলির মাধ্যমে। পাশাপাশি বর্তমান সরকারের সমলোচনা করে দুর্নীতিগ্রস্ত  তৃনমূল নেতাদের কেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোষ্টার গুলিতে। সম্প্রতি সিপিআই মাওবাদী দের নামে পোষ্টার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে পিএলজিএ র নামে করে পোষ্টার পাওয়া গেল এই প্রথমবার। যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিশ ও গোয়েন্দা দের।

{link}

এর আগেও বন্ধের ডাক দিয়ে মাওবাদীদের একাধিক পোস্টার পাওয়া গিয়েছিল পুরুলিয়ায়। তবে পোস্টারের নেপথ্যে কারা রয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। অযোধ্যা পাহাড়ের টুরগা ফলসের গেস্ট হাউসের সামনে থেকেও মাওবাদীদের নাম করা একাধিক পোস্টার পুলিশ উদ্ধার করে। প্রত্যেকটি পোস্টারের নীচেই সিপিআই মাওবাদীর নাম লেখা। তবে প্রশাসন ও গোয়েন্দাদের সিপিআই ছাড়াও এখন আরওএকটি চিন্তার বিষয় হল নতুন মাওবাদী গোষ্ঠী পিএলজি।

{ads}

news Maoists Maoists posters Lalgarh police Jhargram West Bengal India রাজ্য ঝাড়গ্রাম

Last Updated :