header banner

বিয়ে করতে এসে শ্রীঘরে ঠাঁই, নাবালিকা কে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা: বিয়ে করতে এসে শ্রীঘরে ঠাঁই হল বরের। বিয়ে চলাকালীন মন্ডপে হাজির বর্ধমান থানার পুলিশ। নাবালিকাকে বিয়ে করতে যাওয়ার অপরাধে গ্রেপ্তার করা হল বর কে। ধৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস, সে শক্তিগড় থানার বড়শুলের কুমিরখোলার বাসিন্দা। 

{link}
বৃহস্পতিবার রাতে বর্ধমান-২ ব্লকের নাদুর এলাকার ঘটনা। বর ও কনে দুই পক্ষই শক্তিগড় থানার বড়শুল এলাকার বাসিন্দা। শুক্রবার বর্ধমান থানার পুলিশ বরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জেলা আদালতে পাঠায় পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বর্ধমান-২ ব্লকের নাদুর এলাকার কালি মন্দিরে পৌঁছায় পুলিশ। ততক্ষনে বিয়ের মণ্ডপে এসে হাজির বর। নাবালিকা বিয়ের তরজর চলছিল তখন। স্থানীয় সূত্রে খবর, কনের বয়স ১৭ বছর, এখনও  বিয়ের বয়স হয়নি তার। তাই নাবালিকার বিয়ে বন্ধ করলো পূর্ব বর্ধমান চাইল্ড লাইন ও বর্ধমান থানার পুলিশ। নাবালিকার বিয়ে বন্ধ করে তাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। বর কে নিয়ে আসা হয় বর্ধমান জেলা আদালতে। নাবালিকা কে বিয়ে না করার বার্তা একাধিকবার দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, তাও কেন সচেতন হচ্ছে না সমাজের একটা অংশের মানুষ সেখানেই উঠছে প্রশ্ন। 
{ads}

news Marriage Child Marriage Police Groom arrested Burdawan West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article