সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীর উপর অকথ্য অত্যাচার এর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রী হালিমা লস্করকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
{link}
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে। হালিমার অভিযোগ ছয় বছর আগে প্রথম বিয়েকে গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিল সে। বিয়ের পর থেকেই লাগাতার তার উপর অত্যাচার করতে থাকে, এমনকি সংসার খরচ দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এই সমস্ত অত্যাচারের প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয়। গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন তিনি। সেখানে ও তাঁকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। এই ঘটনা স্বামীর বিরুদ্ধে কোন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
{link}
বর্তমানে রাজ্যে নারি সুরক্ষা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে একের পর এক ঘটনার কারনে। যে ঘটনাগুলি কার্যত আতঙ্ক ডেকে এনেছে রাজ্যের একটি নির্দিষ্ট অংশের মানুষের মধ্যে। পুলিশ তৎপর, নাকি তৎপর নয়, প্রশ্ন উঠছেই। কিন্তু নারি সুরক্ষা নিয়ে যে প্রশাসনের ভাবা দরকার সে কথাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
{ads}