নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে কটাক্ষ করলেন বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি। আসানসোল পৌরনিগমের নির্বাচনে বামফ্রন্টের প্রচারে এসে বামফ্রন্টের যুব নেত্রী তথা নন্দিগ্রামে বিধানসভা নির্বাচনের বামফ্রন্টের প্রার্থী মিনাক্ষী মুখার্জি এসে জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দুর্নীতিতে কালো হয়ে গেছেন তাদের ফেয়ার এন্ড লাভলি ক্রীম মাখার সাথে খাইয়ে দিলেও তাদের রং ফর্সা হবে না। গতবার আসানসোল পৌরনিগমের তৃণমূল কংগ্রেসের নেতা বামফ্রন্টের কর্মীদের উপর অত্যাচার করেছিল সেই তৃণমূল কংগ্রেসের নেতা এখন পতাকা বদলে দূয়ারে গিয়ে ভোট ভিক্ষা করছেন। এলাকার উন্নয়নের বদলে দূয়ারে সরকার প্রকল্প এনে প্রহসন করছে জনগণের সাথে।
{link}
অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ভি শিবদাসন দাশু কটাক্ষ করে বলেন সিপিএমের নেতৃত্বরা বিভিন্ন অসুখে ভুগছে, তারা ক্ষেপা কুকুরের মতো চীৎকার করছে। তিনি সিপিএমের নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসের উপর নজর না দিয়ে নিজেদের ঘর সামলাবার পরামর্শ দেন। গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট একটা আসন জিততে পারেনি তারা তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন। এই ইস্যুকে কেন্দ্র করে যে দুই দলের মধ্যে বিস্তর বিবাদ বেঁধেছে তা স্পষ্ট। যা ঘিরে এখন রীতিমতো উত্তপ্ত রাজ্য ও আসানসোলের রাজনৈতিক মহল।
{ads}