header banner

মন্ত্রীসভায় রদবদল হবে বুধবার, ৫-৬ জন নতুন মুখের আসার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী

article banner

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মন্ত্রীসভার দুই মন্ত্রী প্রয়াত, আর একজন দুর্নীতির অভিযোগে রয়েছে ইডির হেফাজতে। কবে হবে রদবদল, সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের জল্পনার অবসান কবে ঘটে সেই বিষয়টিই নজরে ছিল রাজ্যের মানুষের। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে ধারনা করেছিলেন অনেকেই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্যো জপাধ্যায় নিজেই এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। ওইদিন বিকেল ৪টে নাগাদ রদবদল হবে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, ”মন্ত্রিসভা ভেঙে নতুন করে কিছু করার পরিকল্পনা নেই। ছোট কিছু বদল হবে। ৫, ৬ জন নতুন আসতে পারে। তিন, চার জনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দল, সংগঠনের কাজে লাগানো হবে।” পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এত বড় পরিবর্তন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাছাড়াও এতোগুলি শূন্য পদ সৃষ্টি হওয়াতেও যে কাজকর্ম আটকে রয়েছে তাও স্পষ্ট।

{link}
প্রসঙ্গত, রাজ্যের দুই মন্ত্রী প্রয়াত – সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। তাঁদের দপ্তরগুলির ভার আপাতত অন্য মন্ত্রীদের বণ্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, সদ্য ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তার চারটি দপ্তরের দায়িত্ব আপাতত সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এবার এই তিন শূন্যপদে নতুন মুখ আনার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  মন্ত্রিসভায় নতুন মুখের মধ্য়ে নাম শোনা যাচ্ছে উদয়ন গুহ, তাপস রায়, বাবুল সুপ্রিয়র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কারও নাম না করে কড়া বার্তা দেন মন্ত্রিসভার সদস্যদের। তাঁর কথায়, ”দল বা সরকার কোনওভাবে অস্বস্তিতে পড়ে, এমন কোনও কাজ করবেন না।” কাকে ইঙ্গিত করে এমন কথা বললেন মুখ্যমন্ত্রী, ইডির হেফাজতে থাকা পার্থ কেই? ওদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমের সামনে তিনি ‘ষড়যন্ত্রের স্বীকার’ বলে দাবি করলেও ইডির সামনে মুখে কুলুপ এঁটেছেন। যা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন ইডি আধিকারিকরা। কি বা কাকে লোকাচ্ছেন পার্থ? 
{ads}

news Ministry Cabinet Mamata Banerjee Nabanna Trinamool Congress TMC West Bengal India

Last Updated :