উচ্চমাধ্যমিকে অকৃতকার্য কিংবা কম নম্বর হওয়ার পরে উত্তাল প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাই। সেই রকমই একটি ঘটনা দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরে। উচ্চ মাধ্যমিকে নম্বর কম দেওয়ার অভিযোগে বহরমপুরের সাটুই শ্রীকন্ঠপুর হাইস্কুলে তালা ভেঙে স্কুলের আসবাব পত্র ভাঙচুর করে ছাত্রছাত্রীরা। নম্বর কম দেওয়ার অভিযোগে এই ভাঙচুর করা হয়।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ওই স্কুল থেকে ৫৮জন ছাত্র ও ছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্তী। সকলেই উত্তীর্ন হয় কিন্তু তাদের সকলের নম্বর কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তারা স্কুল কর্তৃপক্ষ কাছে। কতৃপক্ষের কাছে তারা নম্বর বাড়ানোর আবেদন জানায় কিন্তু স্কুল কতৃপক্ষ থেকে তাদের জানানো হয় নম্বর কন ভাবেই বাড়ানো যাবে না। উত্তেজিত ছাত্র ছাত্রিরা বন্দ থাকা স্কুলে ধুকে তারা আসবাব পত্র ব্যাপোক ভাঙচুর করে । এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বহরমপুরে। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ।