header banner

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের

article banner

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ সোমবার সাত সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কুলি সাঁইথিয়া রাজ্য সড়কের ওপর মোড্ডা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আজ  সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, একটি মোটর বাইকে চেপে চারজন যাচ্ছিলেন, তখন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটে ধাক্কা মারে মোটর বাইকটি।এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের ।দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । যদিও এখনও পর্যন্ত কারোরই কোন পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর।

{ads}

accident 4 dead bike accident Murshidabad West Bengal দুর্ঘটনা সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article