header banner

ইউক্রেনে আটকে মুর্শিদাবাদের ছাত্র, ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার আর্জি পরিবারের

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ যুদ্ধের কবলে ইউক্রেন, রীতিমতো আতঙ্গে সময় কাটাচ্ছেন ওই দেশের দেশবাসী। তার সাথে আতঙ্কে দিন কাটাচ্ছেন এই দেশের বেশ কয়েকটি পরিবারও। কারন তাদের পরিবারের কেউ না কেউ রয়েছে সেই দেশে। এহেন একই অবস্থায় রয়েছে মুর্শিদাদাবাদের এক পরিবার, কারন যুদ্ধে বিধ্বস্ত দেশে আটকে রয়েছে তাদেরই পরিবারের এক সদস্য। ইউক্রেনে আটকে মুর্শিদাবাদের সাগরদীঘির এক ছাত্র। উৎকন্ঠায় প্রহর গুনছে তার পরিবার। 

{link}
মহম্মদ এনায়েতুল্লাহ, ইউক্রেনের লুগানস (LUGANSK) এলাকায় আটকে রয়েছেন। সাগরদীঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা এলাকার বাসিন্দা ডাক্তারি পড়তে ২০১৭ সালে ইউক্রেনে যান তিনি। মেডিকেলের পঞ্চম  বর্ষের ছাত্র মহম্মদ এনায়েতুল্লাহ। তারা একসাথে প্রায় ২২ জন বাঙালি সহ আরো অন্যান্য রাজ্যের ২৬ জন মত পড়ুয়া একই অবস্থায় আটকে রয়েছেন।কেন্দ্র ও রাজ্যের কাছে  ছেলেকে ফিরিয়ে আনার জন্য কাতর আর্জি পরিবারের। শেষ পর্যন্ত কবে দেশে ফিরবেন ছেলে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তাদের সকল পরিবারের সদস্যেরা। সুস্থভাবে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত যে বড়ো চিন্তা… 
{ads}

news Murshidabad Ukraine Russia War peace student Doctor India West Bengal rescue সংবাদ রাজ্য

Last Updated :