header banner

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে, মৃত ৪

article banner

শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষি মুর্শিদাবাদের মানুষজন। ডাস্ট বোঝাই ডাম্পার গাড়ির আঘাতে মৃত ৪, গুরুতর আহত ২। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ভালকুন্দি মোড়ে শুক্রবার সকালে চা দোকানে বসে চা খাওয়ার সময় একটি ডাষ্ট বোঝাই ডাম্পার গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। আশঙ্কা জনক অবস্থায় বাকি চারজনকে খড়গ্রাম ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। পরিস্থিতি বুঝে বাকি দুজনকে চিকিৎসা জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য।

{link}
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের নাম প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল সেখ (১৮), আলামিন সেখ (৬৫) ও হেপাজুল সেখ (৬৫) সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষজনের মধ্যে ছড়িয়েছে বিপুল আতঙ্ক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে।

{ads}
 

news Murshidabad accident death road accident accident West Bengal India দুর্ঘটনা পথ দুর্ঘটনা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article