header banner

তিন মাস মেলেনি বেতন, সাগরদিঘি সুপারস্পেশালিটি হাসপাতালে প্রতিবাদ অস্থায়ী কর্মীদের

article banner

করোনা পরিস্থিতিতে দীর্ঘ তিন মাস মেলেনি বেতন। বেতন না পাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে। বৃহস্পতিবার কর্মবিরতি ঘোষনা সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালের ১০৮ জন অস্থায়ী কর্মীর। যতক্ষন পর্যন্ত না বেতন মিলছে তাদের বিক্ষোভ চলবে বলেও জানিয়ে দিয়েছেন ওই কর্মীরা।

{link}
অবস্থান কারীদের অভিযোগ দীর্ঘ তিন মাস থেকে তারা কোন বেতন পাননি। তাদের অভিযোগ আগে যে কোম্পানির আওতায় কর্মরত ছিলেন ঠিক সময় বেতন পেতেন কিন্তু চলতি বছরের প্ৰথম থেকে অল গ্লোবাল সার্ভিস নামে এক কোম্পানি কাজের দায়িত্ব পাওয়ার পর দু এক মাসের বেতন পেলেও দীর্ঘ তিন মাস থেকে বেতন পাননি তারা। তাই শেষ পর্যন্ত আর কোন উপায় না থাকায় বৃস্পতিবার সকাল থেকে ইমারজেন্সি পরিষেবা বহাল রেখে তারা কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবি যতদিন পর্যন্ত তারা বকেয়া বেতন না পাচ্ছে তারা এই অবস্থান কর্মবিরতি চালিয়ে যাবেন। উল্লেখ্য বিষয় সকাল থেকে বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত মেটানো হয়নি বেতন। কতক্ষনে এই সমস্যার সমাধান হয়, সেটাই এখন লক্ষনীয় বিষয়। 

{ads}

 

news Murshidabad protest salary Sagardhighi Super specialty Hospital West Bengal India সংবাদ পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ

Last Updated :