header banner

একাধিক ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে বাড়ল কোভিড বিধির মেয়াদ, নবান্নে ঘোষনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছু বিধিনিষেধ শিথিল হওয়ার পাশাপাশি রাজ্যে বাড়ল কোভিড বিধির মেয়াদ। আজ ৩১শে জানুয়ারি শেষ হচ্ছে চলতে থাকা কোভিড বিধির সময়সীমা। আগামীকাল অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি অবধি জারি করা হয়েছে নয়া কোভিড বিধি। তবে এই কোভিড বিধি বা বিধিনিষেধে পূর্বের থেকে অনেক কিছু বিধিনিষেধ তুলনায় শিথিল করা হয়েছে রাজ্যে। যার ফলে বর্তমান পরিস্থিতিতে আবারও কোভিড আতঙ্কের মাঝে কিছুটা স্বস্তি ফিরল সাধারন মানুষের মধ্যে।

{link}

নয়া কোভিডবিধির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হল, আগামি ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলতে চলেছে সমস্ত স্কুল কলেজ। স্কুলগুলিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পঞ্চম থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় ক্লাসরুম। তার পাশাপাশি খুলবে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়। অফিসে কর্মীদের উপস্থিতি প্রসঙ্গেও নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত, ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের সংখ্যা কমছে। এতদিন সরকারি-বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে অফিসে উপস্থিতি বাড়ানোর পক্ষপাতী সরকার। এবার ৭০ থেকে ৭৫ শতাংশ কর্মী অফিস গিয়েই কাজ করতে পারবেন। এর পাশাপাশি সিনেমাহল ও রেস্তোরার ক্ষেত্রেও উপস্থিতি ৫০% থেকে ৭৫% করা হয়েছে। ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন সিনেমা হলগুলিতে। ক্রীড়াক্ষেত্র, রেস্তরাঁ, বার সহ বিয়েবাড়িতেও ৭৫ শতাংশ উপস্থিতি ছাড় দেওয়া হয়েছে। এছাড়া পরিবহণ ক্ষেত্রেও বেশ কিছু ছাড় মিলেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, কলকাতা-মুম্বই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে বেঙ্গালুরুগামী বিমান চলাচল এখনও বন্ধ থাকছে। তবে লোকাল ট্রেনের সময়সীমা বাড়েনি। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত। কোভিড বিধি মেনে, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাফেরা করতে হবে।

{link}

বিশেষ পরিবর্তন এসেছে নাইট কার্ফুর ক্ষেত্রে। পূর্বে নাইট কার্ফু জারি থাকত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত, সেই সময়সীমার পরিবর্তন করে নাইট কার্ফু রাত ১০টার পরিবর্তে ১১টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। সব দিকে লক্ষ্য রেখেই যেহেতু করোনা সংক্রমন এখনও সম্পূর্ন কমেনি তাই, বেশ কিছু অংশে ছাড় দিয়ে নয়া করোনা বিধি জারি করল রাজ্য সরকার। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধই জারি থাকবে। আগামী দিনে সম্পূর্ন স্বাভাবিক হয়ে উঠুক জনজীবন, সেই লক্ষেই এগোচ্ছে রাজ্য সরকার।   

{ads}
 

news Nabanna Covid 19 covid rules guidelines restrictions Mamata Banerjee West Bengal India রাজ্য কোভিড বিধি নয়া কোভিড বিধি

Last Updated :