header banner

৫০ হাজার প্রদীপ জ্বালিয়ে নবদ্বীপে পালিত ইসকন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবস

article banner

নিজস্ব সংবাদদাতা, মায়াপুরঃ পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে  পালিত হল ইসকন মায়াপুর মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবস। শনিবার সন্ধ্যায় গোল্ডেন জুবলি পালন করা হয় নদীয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। গত ২রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসকন মন্দির প্রাঙ্গণে পালন করা হচ্ছে মন্দিরের গোল্ডেন জুবলির অনুষ্ঠান। 

{link}
পঞ্চম দিনের শেষ লগ্নে শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ৫০০০০ প্রদীপ জ্বালিয়ে ও হাতি পরিক্রমার মধ্য দিয়ে বিশেষ এই দিনটিকে পালন করা হয়। এছাড়াও আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে রবিবার ভোরে দুটি ভাগে বিভক্ত হয়ে ৭২ ক্রোশ নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। এ ছাড়াও আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে ২০ শে মার্চ পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী চৈতন্য দেবের ৫৩৬ তম আবির্ভাব অনুষ্ঠান পালিত হবে ইসকন মন্দির প্রাঙ্গণে।
{ads}

news Nabawip Iskcon temple lantern Sri Chaitanya Mahaprabhu Krishna West Bengal India নদীয়া বিষ্ণুপুর ইস্কন মায়াপুর

Last Updated :