header banner

নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি বাংলা আবাস যোজনার ঘর, প্রতিবাদ করায় মারধরের হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত গোখেল রোডের ১১ নম্বর ওয়ার্ডের অঞ্জনা পাড়া এলাকায় দেড় কাটার কম জায়গায় সরকারি বাংলা আবাস যোজনায় নিম্ন সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ। প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ এর অভিযোগ এলাকার কডিনেটার এবং কন্টাকটারের বিরুদ্ধে। 

{link}
পরিবারের অভিযোগ ঘর তৈরি করার সময় থেকেই নিম্ন সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল। সেই সময় বাধা দিলে সেই বাধা না মেনে ঘর তৈরি করেন কন্ট্রাকটার। পরবর্তী সময় কন্টাকটার হাউসিং ফর অল-এর উপভোক্তা কে বলেন পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে । কিন্তু উপভোক্তার দাবি দীর্ঘ তিন মাস ধরে বাড়িতে জল দিয়ে গেছেন অথচ বাড়ির বালি সিমেন্ট খসে পড়ছে হাত দিলেই । আর এই বিষয়ে জানাতেই মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেয় এলাকার কো-ওর্ডিনেটর সঞ্জয় বস বলে জানান উপভোক্তা । শুধু তাই নয় সমস্ত কাজ বন্ধও করে দেওয়া হয়। উপভোক্তার দাবি সঠিক নিয়ম মেনেই বাড়ি তৈরি করা হোক । 


যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন 11 নম্বর ওয়ার্ডের কর্ডিনেটর সঞ্জয় বসু। তার দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে । তবে বাড়ি তৈরি করা হবে, কিছু সমস্যার কারণেই আটকে রয়েছে বাড়ি তৈরি করার কাজ । পুনরায় খুব শিগগিরই শুরু হবে বলেও জানান সঞ্জয় বসু । যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, হাউসিং ফর অল-এর বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন সময় এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়। এমনকি যেই সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয় সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস । তার ফলেই উপভোক্তাদের জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি । বিজেপি নেতার দাবি এই বিষয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি । শুধু তাই নয় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস-এরই একাংশ। পাশাপাশি তিনি জানান এই সমস্ত সমস্যা যদি আগামী দিনে না মেটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বিজেপি নেতৃত্ব । তবে এখন দেখার বিষয় সঠিকভাবে কবে এই উপভোক্তার বাড়ি তৈরি করা হয়।
{ads}

news Nadia Bangla Awas Yojna TMC PM Awas Yojna politics BJP West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :