header banner

ডিম্বাশয়ে ১২ কেজি ওজনের টিউমারের সফল অপরেশন, নজির নদিয়ার কল‍্যাণী জে.এন.এম হসপিটালে

article banner

নিজস্ব প্রতিনিধি: বছর উনিশের এক তরুণীর পেটে মিলল প্রায় ১২ কেজি ওজনের টিউমার। নদিয়ার রানাঘাটের ঘটনায় চাঞ্চল্য। সেই টিউমার অস্ত্রোপচার করে সাফল্যমন্ডিতভাবে বের করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে ওই তরুণীর ডিম্বাশয়। বিরল অস্ত্রোপাচারের মধ্যে দিয়ে এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা ।

{link}
সূত্রের খবর সন্তান প্রসবের উদ্দেশ্যে রানাঘাটের বাসিন্দা ওই তরুণী ভর্তি হয়েছিলেন রানাঘাট মহাকুমা হাসপাতালে। প্রায় দেড় কেজি ওজনের সন্তান প্রসব করেন তিনি। সন্তানের জন্মের পরেও ওই তরুণীর পেট অস্বাভাবিকরকম ফোলা ছিল। সন্দেহ হওয়ায় ওই তরুণীর আলট্রাসোনোগ্রাফি করা হয়। প্রথমবার কিছু বোঝা না গেলেও ফের আলট্রাসনোগ্রাফি করা হয়। তখনই জানা যায়, ওই তরুণীর পেটে টিউমার রয়েছে। এরপর ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। তাঁকে পরীক্ষা করানোর পর অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক অভিজিৎ হালদার। বৃহস্পতিবার অস্ত্রোপচার করার পর ওই তরুণীর বাঁ দিকের ডিম্বাশয় থেকে ১২ কেজি ওজনের একটি টিউমার বের করা হয়। অভিজিৎ বলেন, সন্তান প্রসব করার পরেও রোগীর পেট একজন গর্ভবতী মহিলার মতো ছিল। এমন অবস্থায় জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষার পর টিউমার ধরা পড়ে। তিনি জানান, রোগীর একটা ডিম্বাশয়ে প্রায় ১২কেজি ওজনের টিউমারের সঙ্গে সঙ্গে অন্য ডিম্বাশয়েও একটা ডারময়েড সিস্ট ছিল। অপারেশনের মাধ্য মে বের করে নেওয়া হয়েছে। ওই তরুণীর একটি ডিম্বাশয় সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী কালে তিনি আবার সন্তান ধারন করতে পারেন। তাই সংরক্ষণ। অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ রয়েছেন বলেও জানানো হয়েছে।

{link}
শিশু প্রসব হওয়ার পরেও পেট না কমায় বাস্তবিকভাবেই চিন্তায় পড়েছিলেন রোগীর পরিজনেরা, তারপর টিউমারটির কথা জানার পর সেই আতঙ্ক আরও বেড়ে যায়। কিন্তু প্রায় ১২ কেজির টিউমারটি বেরিয়ে যাওয়ার ও সফল অস্ত্রপাচারের কারনে বর্তমানে চিন্তামুক্ত রোগীর পরিবারের সকলে। ডাক্তাকদের এই কীর্তিতে আরো একবার তাদের প্রতি আস্থা বাড়ল সকলের। তারাও মানুষরূপী ভগবানই বটে।  
{ads}

news Nadia Kalyani JNM Hospital 12 KG Tumor Operation Doctor Medical West Bengal India ১২ কেজি টিউমার অপারেশন

Last Updated :