header banner

মৃতদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, রাস্তাতেই দু ঘন্টা দেহ নিয়ে বসে পরিবার

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ কিশোরের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অ্যাম্বুলেন্স। যার ফলে প্রায় দু'ঘণ্টা রাস্তার উপর সন্তানের মৃতদেহ কোলে নিয়ে জাতীয় সড়কের ওপর বসে থাকল পরিবার। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুরের ঘটনা।

{link}
সূত্রের খবর, নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা এক কিশোরের মৃত্যুর পর কলকাতার একটি হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরছিল তার পরিবার । ফেরার পথে গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোক ছুটে এসে ঘটনাটি দেখে খবর দেয় শান্তিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসলেও অ্যাম্বুলেন্স না আসার কারণে প্রায় দুই ঘন্টার উপর তাদের বসে থাকতে হয়। এরপরই এলাকার মানুষের ক্ষোভ বাড়তে থাকে। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অবশেষে শান্তিপুর স্টেট জেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে যায়। কিছুক্ষন পর পুলিশের তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি। তবে কেন এতক্ষন অপেক্ষা করতে হল দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে। এহেন অবস্থায় প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়েই উঠছে প্রশ্ন।

{ads}

news Nadia Kolkata accident ambulance dead body West Bengal India রাজ্য সংবাদ নদীয়া

Last Updated :