header banner

কালী পূজার চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত ১, আহত ২

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ কালী পুজোর চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো ২ জন। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গাজীপুর ময়দানপুরে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

{link}

স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ছোট গাড়ি কে চাঁদার জন্য দাঁড় করানোর পর পিছন থেকে আসছিলো পিচ মাখানো খোয়া ভর্তি ওই ডাম্পার গাড়িটি।এরপরই  চাঁদা ধরার সময় ঐ যুবকটি পাশে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চলন্ত ডাম্পারের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিৎ বিশ্বাস নামে ওই যুবকের। এই ঘটনায় আরো দুই জন আহত হয়। এরপরই আহতদেরকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই যুবকের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রানাঘাট পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার পর বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষ। এরপর দীর্ঘক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলেই আটক করা হয় ডাম্পারের চালককে। দীর্ঘক্ষন বিক্ষোভে শামিল হয় এলাকার মানুষ যার ফলে বলাগর রানাঘাট রোডে যানজটের সৃষ্টি হয় এবং সমস্যায় পড়ে সাধারণ নিত্যযাত্রীরা।

{link}

তবে এখানে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যেখানে রাস্তার উপর চাঁদা ধরা নিষিদ্ধ রয়েছে সেখানে কিভাবে দীর্ঘদিন ধরে চাঁদা তুলছিলেন ওই এলাকার তরুণ-যুবকরা। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়েও। বিক্ষোভকারীরা জানান,প্রশাসনের কর্তারা উপস্থিত না হলে তারা তাদের বিক্ষোভ তুলবেন না এবং প্রশাসনের গাড়ি ছাড়বেন না। এই দাবি ঘিরেই দীর্ঘক্ষণ ধরে প্রশাসনকে আটকে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকার মানুষ।

{ads}

news Nadia Ranaghat Kali Puja death Dumper accident crime police West Bengal India দুর্ঘটনা মৃত ১

Last Updated :