header banner

নদীয়া ভেঙে রানাঘাট, 'নদীয়া'-র অধীনেই থাকতে চেয়ে অরাজনৈতিক বিক্ষোভ শান্তিপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ গতকাল নদীয়া জেলা কে দুই ভাগে বিভক্ত করে রানাঘাট নামে একটি নতুন জেলা গঠন করার কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সংবাদটি সম্প্রচারের পর থেকেই বিক্ষোভের সুর দেখা গিয়েছিল জেলায় বসবাসকারী মানুষদের একাংশের মধ্যে। মঙ্গলবার সকালে জেলার নাম পরিবর্তন নিয়ে পথে নেমে প্রতিবাদ গোটা শান্তিপুরবাসীর, প্রতিবাদের সুরে সরব অধিকাংশ বিশিষ্টজনেরাও। 

{link}
সকাল থেকে একাধিক মানুষের জনসমাগমে শান্তিপুর আছে নদীয়াতেই, এই দাবিতে প্রতিবাদ সভা শুরু হয়। মঙ্গলবার সাত সকালে শান্তিপুরের রাজপথের ডাকঘর মোড়ে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদে সরব হতে দেখা যায় গোটা শান্তিপুরবাসীকে, এই সভায় অংশগ্রহণ করে শান্তিপুরের অধিকাংশ সামাজিক সংগঠনের সদস্যরা। এছাড়াও শান্তিপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিশিষ্টজন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরাও এই প্রতিবাদে  সরব হয়। যদিও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এর সাথে রাজনৈতিক দলের কোন যোগাযোগ ছিল না। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনে দের একটাই দাবি, নদীয়ার নামকরণের সাথে অনেক ইতিহাস, যা সারা পৃথিবীর কাছে পরিচিত। আজ কি করে এই নদীয়ার নাম পরিবর্তন হতে পারে। শান্তিপুর আছে নদীয়াতেই, আমরা নদীয়া বাসি ছিলাম থাকবো। জেলা রূপে রানাঘাট নামটি তাদের কাছে গ্রহনযোগ্য হচ্ছে না। 
{ads}

news Nadia Ranaghat new formation of districts in West Bengal protest West Bengal India সংবাদ

Last Updated :