header banner

খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে রাস্তা, নেই কোন সংস্কার, প্রতিবাদে পথ অবরোধ নদীয়ায়

রাস্তা সারানোর নামে গত ছমাস যাবৎ রাস্তা খুড়ে রাখা হয়েছে ,কিন্তু সংস্কারের ছিটেফোঁটাও অগ্রগতি নেই। নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন লালদীঘি পৌর বাজার এলাকায় কিছুটা এমনই ছবি দেখা গেল। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বেশ কিছু ব্যাবসায়ীরা। 

{link}

স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে রাস্তা খুড়ে রাখা হয়েছে সংস্কার হবে বলে। কিন্তু সংস্কার হচ্ছে না, ফলে নিত্যদিন স্থানীয় মানুষের সমস্যা বেড়েই চলেছে।বেহাল রাস্তার কারনে অ্যাম্বুলেন্স পরিষেবাও বন্ধ যার কারনে অসুস্থ মানুষকে সময়মত হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। পুরো কর্তৃপক্ষকে বহু জানিয়েও টনক নড়েনি। তাই আজ সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা।

{link}

রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পর অবশেষে অবরোধ ওঠে।

{ads}

news Nadia Road broken road damaged road protest public protest West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :