header banner

ইঁদুরের লোভে আগমন, নদীয়ায় ধানকল থেকে উদ্ধার ১ বিষধর গোখরো সাপ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া – শীতকালে সাপের দেখা। শিকার করতে এসে এখন নিজেই শিকার। নদীয়ার শান্তিপুর এলাকায় ধানকল থেকে উদ্ধার হল একটি বিষধর গোখরো সাপ।বন্যপ্রানী উদ্ধারকারীদের অনুমান, ধানকলের মধ্যে থাকা ইঁদুরের লোভেই অসময়ে সাপের উপস্থিতি।  

{link}

নদীয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাজারপাড়া এলাকায় বিশ্বজিৎ মন্ডল এর ধানকল থেকেই এই প্রমান সাইজের গোখরো সাপটি উদ্ধার করল শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা।সুত্রের খবর, ধানকলের ভেতরে একটি গোখরো সাপ ঢুকে থাকতে দেখে ধানকলে কর্মরত শ্রমিকরা, যার ফলে আতঙ্ক সৃষ্টি হয় ওই ধানকলে কর্মরত শ্রমিকদের মধ্যে।এরপর শ্রমিকরা  ধানকল এর মালিককে খবর দেওয়ার পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা এবং বেশ কিছুটা চেষ্টার পরে ধানের বস্তা সরিয়ে ওই বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দী করেন।

{link}

 যদিও বিষধর  গোখরো সাপ টি উদ্ধার হওয়ার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে ধানকল এর মালিক সহ কর্মরত শ্রমিকদের। উদ্ধারকারী অনুপম সাহা জানান সাপটিকে উদ্ধার করা হয়েছে, এখন বাহাদুরপুর বনদপ্তরের হাতে তুলে দেবেন তিনি।

{ads}

news Nadia Santipur Snake huge snake caught Rice Animals West Bengal India সাপ রাজ্য

Last Updated :