header banner

কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাইড্রেন ভেঙে উল্টে গেল গাড়ি, নির্মানে দুর্নীতির অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ নব নির্মিত হাইড্রেন ভেঙে গিয়ে উল্টে গেল লরি। ঘটনার কারনে কার্যত কাঠগড়ায় উঠেছে শাসকদল। কাটমানি নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কোটি টাকার প্রকল্পের হাইড্রেন তৈরি করেছে জনপ্রতিনিধিরা বলে অভিযোগ এলাকাবাসীর। সঠিক নিয়মে কাজ হয়েছে পাল্টা দাবি পৌরসভার। কিন্তু আসল সত্যি কি? প্রশ্ন উঠছে সেখানেই।

{link}
ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার আলুর মাঠ এলাকায়। জানা যায় ওই এলাকার দালাল পাড়া লেন সংলগ্ন রাস্তায় প্রায় এক কিলোমিটার লম্বা একটি হাই ড্রেনে তৈরি হয়েছে। শান্তিপুর পৌরসভার নিকাশি ব্যবস্থা বরাবরই খারাপ। সেই কারণেই সরকারের প্রকল্পে পৌরসভার তত্ত্বাবধানে রাস্তার মাঝখান দিয়ে একটি হাইড্রেন তৈরি করা হয়েছে ওই এলাকায়। জানা যায় এদিন একটি বালি বোঝাই লরি আসছিল ওই রাস্তা দিয়ে। কিন্তু হাইড্রেন হঠাৎ ভেঙে গিয়ে লরিটি উল্টে যায়। এলাকার দাবি যারা কন্ট্রাক্ট নিয়ে হাইডেন তৈরি করেছিলেন পাশাপাশি ইঞ্জিনিয়াররা দাবি করেছিলেন এই রাস্তা দিয়ে প্রায় ৮০ জনের গাড়ি যাতায়াত করতে পারবে। বাস্তবে দেখা যাচ্ছে ওজন সমৃদ্ধ একটি গাড়ির চাপে হাইডেন ভেঙ্গে গিয়ে উলটে গেল। তাদের দাবি দিন কয়েক আগে সম্পূর্ণ হয়েছে এই হাইড্রেন তাহলে পুরনো হলে কি অবস্থা হবে।

{link}
এর পাশাপাশি স্থানীয়রা অভিযোগ করেন মূলত টাকার দুর্নীতি করে নিম্নমানের সামগ্রী দিয়ে এই হাইড্রেন তৈরি করা হয়েছে। সেই কারণেই এই দুর্ঘটনা। সিপিআইএম নেতা সৌমেন মাহাতো বলেন শাসকদলের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি নেতার দুর্নীতিগ্রস্ত। যদিও তাদের দাবি উড়িয়ে দিয়েছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সম্পূর্ণ নিয়ম মেনেই ওই হাইড্রেনটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে কোনো দুর্নীতির সম্পর্ক নেই। তবে বালির গাড়িতে অতিরিক্ত ওজন হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে একটা বড়ো অংশের মানুষ এই দুর্ঘটনার পিছনে দুর্নীতিকেই দায়ী করছেন। 
{ads}

news Nadia Shantipur Corruption Corporation West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article