header banner

নদীয়ার শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের ৭২ থেকে ৭৭ নম্বর বুথে রনক্ষত্রের চেহারা, বন্ধ ভোটগ্রহন

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ আজ নদীয়ায় পুরভোটের দিন। সকাল থেকেই চলছে ভোটগ্রহন। অধিকাংশ যায়গায় শান্তিপূর্ন ভোটগ্রহন চললেও বেশ কিছু যায়গা থেকে উঠে আসছে বিক্ষোভ ও উত্তেজনার সংবাদ। এহেন খবরই উঠে এলো নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড থেকে। ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তপ্ত, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি। বন্ধ করে রাখা হয়েছে বুথের প্রবেশপথ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী, তারাই সামাল দিচ্ছেন পরিস্থিতি।

{link}
নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৭২ থেকে ৭৭ নম্বর বুথে এই মুহূর্তে রনক্ষত্রের চেহারা। সিপিআইএম সমর্থকদের অভিযোগ বহিরাগতদের এনে রাজ্যের শাসকদলের দুষ্কৃতীরা ভোট লুট করার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করায় তাদের কর্মীদের বেধড়ক মারধর করে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় দু'পক্ষের ইট বৃষ্টি। ঘটনার জেরে কার্যত বন্ধ হয়ে যায় বুথের প্রবেশপথ। যদিও তৃণমূলের পাল্টা দাবি এই ঘটনা সিপিআইএম আর বিজেপির জড়িত। তৃণমূল এই ঘটনার সঙ্গে সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। উত্তপ্ত হয়ে আছে গোটা এলাকা। কখন আবার স্বাভাবিক ভোটগ্রহন শুরু হবে, সেখানেই উঠছে প্রশ্ন। 
{ads}

news Nadia Shantipur election TMC CPIM Clash fight polling corporation election West Bengal India নির্বাচন পুরনির্বাচন সংবাদ

Last Updated :