header banner

টাকা না দেওয়ায় নদীয়ায় যুবকের উপর অ্যাসিড হামলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ পারিবারিক অশান্তির জের, এক যুবকের ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বাবলু সাহা নামের ওই যুবক বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার নদীয়ার রানাঘাটের ঘটনায় চাঞ্চল্য। 

{link}
সূত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার নাসরা সবুজপল্লী এলাকার বাসিন্দা বাবলু সাহা নামে ওই যুবকের ৪ বছর আগে বিবাহ হয় উত্তর ২৪ পরগনার কাকিনাড়ার বাসিন্দা মমতা সাহা নামে এক যুবতীর সাথে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। ক্রমশ পরিস্থিতি এতটাই জটিল হয় যে, স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই যুবক। এর পরই বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় ওই যুবকের ওপর অ্যাসিড নিয়ে হামলা চালায় তার শ্বশুর বাড়ির লোকজন। পরে ওই যুবকের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। আহত যুবকের অভিযোগ সরাসরি তার শালা, শ্বশুর এবং আরও এক ব্যাক্তির বিরুদ্ধে।  ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

{link}
আক্রান্ত ওই যুবকের অভিযোগ, বিয়ের পর অশান্তি বাড়তে থাকায় তিনি খবর নিয়ে জানতে পারেন ওই মহিলার পূর্বে আরও বেশ কয়েকবার বিবাহ হয়েছে। তারাও একইরকম পরিস্থিতির স্বীকার হয়েছেন। বারংবার টাকা চাইতে থাকায় শেষ পর্যন্ত টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। যে কারনে তাকে জেলও খাটতে হয়। শেষে টাকা না পাওয়ায় জন্মানো ক্ষোভের কারনেই এই অ্যাসিড হামলা বলে অনুমান করছেন তিনি। এখন ঘটনার সুবিচার চাইছেন বাবলু সাহা নামে ওই যুবক। উল্লেখযোগ্যভাবে বর্তমানে শুধু মেয়ে নন, নির্যাতিত হচ্ছেন একটা অংশের পুরুষেরাও। আইনের সুবিধা নিয়ে তার ভুল প্রয়োগ বা কু-ব্যাবহার করছেন একটা অংশের মহিলা ও স্ত্রী রা। এহেন বহু ঘটনাই প্রকাশ্যে আসছে। শেষ পর্যন্ত এখন সুবিচার মেলে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Nadia acid attack Husband wife money divorce police injured West Bengal India নদীয়া সংবাদ বিয়ে

Last Updated :

Related Article

Latest Article