header banner

সরস্বতী পুজো হয়নি কেন? প্রতিবাদে প্রাথমিক স্কুলে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ সরস্বতী পুজো ,যার জেরে প্রধান শিক্ষককে দরজা আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।ইচ্ছা হয়নি তাই পূজো করিনি কিছুটা এমনই প্রতিক্রিয়া নদীয়ার খুদে কালিতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।
 

{link}
ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার  দশ নম্বর ওয়ার্ডের খুদের কালিতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে।সুত্রের খবর, খুদে কালিতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে এবছর কোন সরস্বতী পুজো হয়নি। ওই এলাকার স্থানীয়  বাসিন্দা কিংবা স্কুল ম্যানেজমেন্ট কমিটি কারোর সঙ্গেই এ বিষয়ে আলোচনা করেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।রবিবার পুজোর দিন স্কুল বন্ধ থাকার কারনে এলাকায় খবরটি ছড়িয়ে পরে এরপর  সোমবার বিদ্যালয় খুললে ওই এলাকার একাধিক বাসিন্দা এবংস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক লব বর্মন কে  এই বিষয়ে প্রশ্ন করেন এবং তারপরেই এই বিষ্য় কে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়।এরপর প্রধান শিক্ষক কে স্কুলঘরের দরজা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ছাত্র-ছাত্রীরা বছরে একটি মাত্র পুজো পায় যা হল সরস্বতী পুজো। 

{link}

যদিও এ বিষয়ে প্রধান শিক্ষক দপ্তরের তরফ থেকে পুজো বন্ধ রাখার কোন নির্দেশিকা দেখাতে পারেননি। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতামত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানা করেছেন সেই কারণে আমরা সরস্বতী পুজোর দিন স্কুলে আসিনি। যদিও প্রধান শিক্ষক লব বর্মন উল্টে দাবি করেন উচ্চ দপ্তরের তরফ থেকে পূজা বন্ধ রাখার কোন নির্দেশিকা ছিল না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই পুজো করিনি।এই ঘটনাটি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে।

{ads}

news Nadia school collage Primary School Saraswati Puja protest student teacher West Bengal India রাজ্য সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article