header banner

নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে, তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ একজন বাবা হল সেই নোঙ্গর,যার উপর তার সন্তানরা ভরসা করে দাঁড়িয়ে থাকে।সেই বাবার ওপরেই উঠল যৌন নির্যাতনের অভিযোগ। টানা তিন বছর ধরে এক নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন তার বাবার, সম্মানহানি এবং প্রাণ ভয়ে মুখ বুঝে সহ্য করত সেই নাবালিকা ছাত্রী। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নির্মল নগর এলাকার।

{link}
 
ওই নাবালিকার অভিযোগ,গত দুইদিন আগেও তার ওপর যৌন নির্যাতন চালান তার  বাবা। অবশেষে সহ্য করতে না পেরে স্কুলের সিস্টার এবং বন্ধুদের কাছে সব কথা জানিয়ে দেয় সে। খবর জানাজানি হতেই প্রতিবেশীরাই তাকে নিয়ে কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, অভিযুক্ত নাবালিকার বাবা কলকাতার একটি রেস্তোরাঁয় কাজ করেন।বেশ কিছুদিন আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। নাবালিকার সৎমার দাবি, তিনি বিশ্বাস করেন না তার স্বামী এমন আচরণ করতে পারেন। ওই ছাত্রী কি কারনে এমন অভিযোগ তুলেছেন তা তিনি বুঝতে পারছেন না। ওই ছাত্রীর অভিযোগ, মাঝেমধ্যেই তার বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাকে যৌন নির্যাতন করতেন।

{link}

প্রতিবেশীরা চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক । এই মর্মে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকা সহ স্থানীয় বাসিন্দারা। যদিও অভিযুক্ত বাবা পলাতক। ইতিমধ্যেই তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার সৎমাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিসের ভিত্তিতে তার সৎ মাকে আটক করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এখন প্রশ্ন হল পুলিশ কবে অপরাধীকে গ্রেফতার করবে এবং এহেন নিন্দনীয় অপরাধের জন্য কঠোর শাস্তি আদৌ কি তিনি পাবেন?

{ads}

news Nadia sexual harassment daughter father step father police West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article