header banner

পারিবারিক বিবাদের জেরে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যাক্তি

article banner

নিজস্ব সংবাদদাতাঃ পারিবারিক বিবাদের জের। আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার সগুনা দাসপাড়ায়। স্থানীয় সূত্রের খবর মৃত ব্যক্তির নাম নীলাপদ দাস, বয়স আনুমানিক  ৫৭ বছর। স্থানীয়দের বাসিন্দাদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। যা নিয়ে বেশ গুরুতরভাবেই অশান্ত ছিল তাদের বাড়ির পরিবেশ। এই বিবাদের কারনেই মানসিকভাবে ভেঙে পড়েন নিলাপদ দাস বলে প্রাথমিক অনুমান। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ওই এলাকারই একটি আম বাগানের গাছের ডালের সাথে নীলপদ দাস কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষ। আম গাছটি তার ভাইয়ের বাগানেরই বলেও জানা যাচ্ছে। 

{link}
এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার বেলা একটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি  মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ওই ব্যক্তির কি কারনে মৃত্যু তা স্পষ্ট করতে পারছে না তার পরিবার। এখনও অবধি কিছুই স্পষ্ট হয়নি। ভাইয়ের সাথে জমি বিবাদের জেরে এই আত্মঘাতী নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটির জেরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ শান্তিপুর থানার অন্তর্গত ওই এলাকায়।
{ads}

news Nadia suicide family problems property problems death West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated : 3 years ago