header banner

আকাশ ঢাকল কালো মেঘে, আবহাওয়ার পূর্বাভাস মতোই নদীয়ায় জেলা জুড়ে বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ তবে কি বৃষ্টিস্নাত অবস্থাতেই কাটতে চলেছে বাঙালির সাধের সরস্বতী পুজো? আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। সারা রাজ্য সহ গোটা নদীয়া জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর এর তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল সরস্বতী পুজোর দিন এবং তার আগের দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

{link}
বৃষ্টির হাত ধরেই আবারো শীতের আমেজ কে দূরে সরিয়ে বর্ষার অনুভূতি আসছে সারা রাজ্য জুড়ে। সকাল থেকেই জেলায় জেলায় একাধিক জায়গায় কোথাও হালকা বৃষ্টিপাত আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সঙ্গে দফায় দফায় হালকা এবং মাঝারি ঝড়ো হাওয়া বইছে। যেহেতু নদীয়া জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে সেই কারণেই যদি একটানা বৃষ্টিপাত লেগেই থাকে তাহলে প্রচুর সবজি নষ্ট হয়ে যেতে পারে। তাই চিন্তিত রয়েছে নদীয়া জেলার একাধিক সবজি চাষি। বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে চিন্তা দেখা দিয়েছে। অন্যদিকে অফিস টাইমে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আজকের পাশাপাশি কালকেও বৃষ্টি হলে কি পরস্থিতি থাকবে সেই নিয়েই চিন্তায় সাধারন মানুষ। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হোক তা কেউই চাইছেন না। 

{ads}
 

news Nadia weather rainfall saraswati puja huge rain district West Bengal India রাজ্য বৃষ্টি নদীয়া

Last Updated :