header banner

কেরলে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু নদীয়ার যুবকের

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ পরিবারের আর্থিক হাল ফেরাতে ৫ই মার্চ কেরলে ঠিকা শ্রমিকের কাজে গিয়েছিলেন নদীয়ার এক যুবক। কিন্তু হঠাৎ শুক্রবার খবর আসে প্রকল্প এলাকায়  মাটি চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত ওই যুবকের নাম ফইজুল মন্ডল। বছর বত্রিশের ওই যুবক  নদীয়ার হরিণঘাটা থানার পাঁচকাউনিয়া গ্রামের বাসিন্দা।

{link}

পরিবার সূত্রে জানা যায় হরিণঘাটার পাঁচকাউনিয়া গ্রামের বাসিন্দা ফয়জুল মন্ডল পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। আর্থিক অভাবের তাড়নায় গত ৫ ই মার্চ তিনি কেরলে ঠিকা শ্রমিক এর কাজে যান। সেখানেই ফইজুল মাটিকাটার কাজ করছিলেন। জানা যায়,উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার বেশ কিছু যুবক ওই এলাকায় একই কাজ করছিলেন। হঠাৎ ওই মাটিতে ধস নামে এবং প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যায় ফয়জুল সহ আরো পাঁচ জন শ্রমিক। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার খবর ফইজুলের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়ে তাঁর পরিবার। 

{link}

মৃতদের দেহ দমদম বিমানবন্দরে আসার পরে বাড়িতে পাঠানোর ব্যাবস্থা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। সূত্রের খবর,কেরলে একটি মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলাকালীন ফইজুল মাটি চাপা পড়েন। তবে বিস্তারিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এখন মৃতের পরিবারের আবেদন, সরকার যদি পাশে না দাঁড়ায় তাহলে তিন সন্তানকে নিয়ে ভেসে যাবে ফইজুলের পরিবার।

{ads}

news Migrant Worker death Nadia West Bengal India সংবাদ শ্রমিক মৃত্যু

Last Updated :