header banner

পূর্ণিমার ভরা কোটালের জোয়ারে হাত থেকে বাঁচতে লোকালয়ে হরিণ, উদ্ধার করল বনদপ্তর

article banner

সুদেষ্ণা মন্ডল , নামখানা:-  পূর্ণিমার ভরা কোটালের জোয়ারে হাত থেকে বাঁচতে লোকালয়ে ঢুকে পড়লো হরিণ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  নামখানার হরিপুর দেব নিভাস এলাকায়। সোমবার স্থানীয় এলাকবাসীরা লোকালয়ে আছে একটি জঙ্গলে দেখতে পায় হরিণটিকে এরপর গ্রাম বাসীরা হরিণটিকে ধরার চেষ্টা করে এরপর স্থানীয় গ্রামবাসীদের দেখে হরিণটি ভয়ে স্থানীয় একটি পুকুরে পরে যায়।হরিণ টিকে  উদ্ধার করার জন্য বকখালি বন দফতরের খবর দেওয়ার হয়। খবর পেয়ে বন দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয় হরিণটিকে।

{link}

হরিণটিকে উদ্ধার করে বকখালি বনদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে খবর, ইয়সের সময় বহু হরিণ অন্য প্রাণী বকখালি বন দফতরের জঙ্গল থেকে প্রাণ বাঁচতে পালিয়ে যায়।এরপর থেকে বন দফতরের পক্ষ থেকে বহু প্রাণীকে বকখালি বন দপ্তর লাগোয়া বিভিন্ন এলাকায় লোকালয় থেকে উদ্ধার করে বন দফতরের জঙ্গলে নিয়ে আসা হয়েছিল। এখনো বহু প্রাণী লোকালয় লাগোয়া জঙ্গলে লুকিয়ে আছে। আজ হঠাৎ স্থানীয় গ্রাম বাসীরা লোকালয়ে হরিণ দেখতে পেয়ে খবর দেয় বন দফতরকে।আমরা খরব পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় ও বেশ কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার করি।এখন বেশ কয়েক দিন হরিণকে বন দফতরের অধীনে রেখে শারীরিক পরীক্ষা করা হবে। এরপর বকখালি বন দফতরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

{ads}

news Namkhana Deer animals in locality South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated : 3 years ago