header banner

ব্রাহ্মণ ভোট টানতে বাজপেয়ীকেই ঢাল করতে চলেছে মোদি অমিত শাহের দল!

article banner

সামনেই এগিয়ে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যোগীরাজ্যের হ্রাস নিজেদের দখলে রাখতে মরিয়া পদ্মের শিবির। ব্রাহ্মণ ভোট টানতে বাজপেয়ীকেই ঢাল করতে চলেছে মোদি অমিত শাহের দল! উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যমুন এক্সপ্রেসওয়ের নাম বদলে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে করার উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপির তরফে এ ব্যাপারে কেউ কিছু না বললেও, গেরুয়া শিবিরের একটি সূত্রেই এ খবর মিলেছে। ওয়াকিবহাল মহলের মতে, ব্রহ্মণ ভোটে থাবা মারতেই প্রয়াত প্রধানমন্ত্রীকে ঢাল করছে বিজপি!

{link}
উত্তর প্রদেশে ব্রাহ্মণ এবং ঠাকুরদের দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। তাই ঠাকুর পরিবারে জন্ম যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় বিজেপির ওপর বেজায় খাপ্পা ব্রাহ্মণরা। লখিমপুর খেড়কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের বাবা তথা রাজ্যের বাহুবলী ব্রাহ্মণ বিজেপি নেতা অজয় মিশ্র টেনিকে নিয়েও চলছে দোটানা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,  এমতাবস্থায় ব্রাহ্মণ ভোট গেরুয়া ঝুলিতে ভরতেই ব্রাহ্মণ পরিবারের সন্তান বাজপেয়ীকে ঢাল করতে চাইছেন মোদি-শাহ! 

{link}
উত্তর প্রদেশের মোট ভোটারের ১০ শতাংশ ব্রাহ্মণ। দু কোটির কাছাকাছি ভোটার। গত  নির্বাচনে ৭৭টি আসনে হাজার দশেক ভোটের ব্যবধানে জয়ী হন নির্বাচিত প্রতিনিধিরা। এর মধ্যে বিজেপি জয়ী হয় ৩৬টি আসনে। উত্তর প্রদেশের ৪০৩টি আসনকে ২ কোটি ব্রাহ্মণ ভোটার দিয়ে ভাগ করলে প্রত্যেক বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ৫০ হাজার ব্রাহ্মণ ভোটার থাকছেন। তাই ব্রাহ্মণরা মুখ ফিরিয়ে নিলে গেরুয়া শিবিরে মহা বিপদ। ২০২৪এর লোকসভা নির্বাচনের পক্ষেও তা মঙ্গলদায়ক নয়। তাই প্রয়োজন ব্রাহ্মণ ভোটার ধরে রাখা। বাজপেয়ীকে ঢাল করে সেই ক্ষতই বিজেপি মেরামত করতে চাইছে বলে ধারণা ওয়াকিবহালমহলের। রাজনৈতিক বুদ্ধি ও নিখুঁত কূটনীতিক চাল বোধহয় একেই বলে। যদিও ব্রাহ্মণরা এই পদক্ষেপের কারনে আদৌ বিজেপি মুখি হন কি না তাও দেখার বিষয়।  
{ads}

news Narendra Modi Amit Shah UP Uttar Pradesh Yogi Adityanath Brahmin West Bengal India. রাজনীতি সংবাদ

Last Updated :