header banner

জাতীয় সড়ক সম্প্রসারনে মাটি কাটা নিয়ে বিপত্তি, ধ্বস নেমে বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা শান্তিপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে চলছে মাটি খোঁড়ার কাজ। আর তাতেই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোঁড়া। যার ফলে বাড়ির একেবারে কার্যত কিনারা থেকেই তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। ধ্বস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রবল। আর এই চিন্তাই ঘুম কেড়েছে স্থানীয় ওই এলাকায় বসবাসকারী পরিবারের। নদীয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনায় রীতিমতো আতঙ্ক চোখে পড়ছে স্থানীয়দের চোখে।

{link}

স্থানীয় সূত্রে খবর সেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এমনভাবে বাড়ির পাশ থেকে মাটি খোঁড়া চলছে যাতে যখন তখন ধস নেবে ভেঙে যেতে পারে বাড়িঘর। তাদের দাবি একাধিকবার মানা করা হলেও তারা কোন কথায় কান দেন নি। সেই কারনেই তারা চাইছেন যারা রাস্তার টেন্ডারের কাজ নিয়েছেন তারা একটি লিখিত আশ্বাসবাণী দিক, যাতে তাদের কোন ক্ষতি হয়ে গেলে প্রশাসন তারা দায়ভার নেবে। এবিষয়ে তারা আরও বলেন, আমরা নিজস্ব সম্পত্তির উপর বসবাস করছি। কিন্তু এমন ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে যখন তখন আমাদের বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছি আমরা। যদিও এ বিষয়ে যারা কাজ করছেন তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছবিতে যে পরিস্থিতি চোখে পড়ছে তা যে যথেষ্ট উদ্বেগজনক তা স্পষ্ট। 
 

news National Highway 34 extension land works Shantipur Nadia West Bengal India সংবাদ

Last Updated :